

খুলনায় চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার চারদিনের ম্যাচ। আজ চতুর্থ ও শেষ দিনের খেলায় মাঠে লড়ছে দুই দল। দ্বিতীয় দিনে চার উইকেট পাওয়া নাইম হাসান আজ পেয়েছেন আরো ৩ উইকেট। সফরকারীরা অলআউট হয়েছে ২৪৪ রান করে।

৮৭ ওভারে ৬ উইকেটে ১৯০ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিলো সফরকারীরা। ২০৮ বল খেলে ৫ চারে ৫৭ রান করে অপরাজিত ছিলেন আসেন বান্দারা, ৩৮ বল খেলে ৮ রান করে অপরাজিত ছিলেন চামিকা করুনারত্নে।
আজ শেষ দিনের শুরুতেই চামিকা করুনারত্নেকে বোল্ড করে ফেরান নাইম হাসান। এরপর আউট করেছেন কালানা পেরেরা ও নিশান পেইরিসকেও। ৮৫ রান করা আসেন বান্দারাকে আউট করে সফরকারীদের ইনিংস শেষ করেন শফিকুল ইসলাম।
১০৩.৪ ওভারে ২৪৪ রানে থামে শ্রীলঙ্কা ইমার্জিং দলের রানের চাকা। দলের সেরা বোলার নাইম হাসানের বোলিং ফিগারঃ ৪০-১৪-৯৩-৭।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। ৮ ওভারে বিনা উইকেটে ১৪ রান তুলেছে সাইফরা।
বাংলাদেশ ইমার্জিং দলের একাদশঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), নাইম হাসান, ইয়াসিন আরাফাত মিশু, শফিকুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তানভির ইসলাম ও জাকির হাসান।
শ্রীলঙ্কা ইমার্জিং দলের একাদশঃ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), সঙ্গীত কোরে, পাধুন নিসাঙ্কা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, মিনোদ ভানুকা, চামিকা করুনারত্নে, প্রমোদ মাদুবান্তা, আসেন বান্দারা, কালানা পেরেরা ও নিশান পেইরিস।