

অ্যাশেজ দিয়ে যাত্রা শুরু করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান অ্যাশেজ সিরিজ থেকে সরিয়ে নেয়া হয়েছে দুই আম্পায়ারকে। তারা হলেন; উইন্ডিজের জোয়েল উইলসন ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। হেডিংলি টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন এ দুজন। ম্যাচে তাদের বেশ কিছু সিদ্ধান্ত ছিল ভুল, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলে। উইলসন-গ্যাফানির জায়গায় দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মরিস এরাসমাস ও শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে। টিভি আম্পায়ার হিসাবে থাকবেন লঙ্কান কুমার ধর্মসেনা।
আগামী ৪ সেপ্টেম্বর ম্যানচেষ্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্ট শুরু হবে। পঞ্চম ও শেষটি হবে ১২ সেপ্টেম্বর।
অর্থাৎ, অ্যাশেজের বাকি দু’টি টেস্টে একেবারে নতুন দুই আম্পায়ারকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে৷ শেষ দু’টি টেস্টে আম্পায়ারিং করার জন্য নিযুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার মরিস এরাসমাস ও শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগেকে৷ ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে এই দু’জন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন৷ তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মাসেনা৷ শেষ টেস্টে এরাসমাসের সঙ্গে মাঠে নামবেন ধর্মসেনা৷ রুচিরা পাল্লিয়াগুরুগে বসবেন তৃতীয় আম্পায়ারের চেয়ারে৷
চলতি অ্যাশেজ সিরিজের তিন ম্যাচে চোখে পড়ার মতো ১৫টি ভুল সিদ্ধান্ত দিয়েছেন অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন ও ক্রিস গ্যাফানি। দুই আম্পায়ারের মধ্যে জোয়েল উইলসন ৮টি ভুল সিদ্ধান্ত দেন। ক্রিস গ্যাফানি ৭টি ভুল সিদ্ধান্ত দেন। যার প্রভাব বেশ ভালো ভাবেই পড়েছে শেষ টেস্টে। আর তাতেই অ্যাশেজের তৃতীয় টেস্ট ম্যাচটি নাটকীয়ভাবে হেরে যায় অস্ট্রেলিয়া।
এজবাস্টনের প্রথম টেস্টে জোয়েল উইলসনের রেকর্ড আটটি সিদ্ধান্ত ডিআরএসের সৌজন্যে পরিবর্তন করেছেন দু’দল৷ অর্থাৎ, তৃতীয় আম্পায়ার নাচক করেছেন উইলসনের আটটি সিদ্ধান্ত৷ তৃতীয় টেস্টেও একাধিক ভুল সিদ্ধান্ত জানিয়েছেন তিনি৷ বিশেষ করে তৃতীয় টেস্টে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বেন স্টোকস আম্পায়ার উইলসনের ভুল সিদ্ধান্তে বেঁচে না-গেলে ম্যাচের ফলাফল বদলে যেত৷ ইংল্যান্ডের বদলে অস্ট্রেলিয়া জয় পেত ম্যাচটিতে৷
১৫ ভুল সিদ্ধান্তের কারণে বাদ পড়লেন অ্যাশেজের এই দুই আম্পায়ার। স্বাভাবিকভাবেই আম্পায়ারিং নিয়ে প্রবল বিতর্কের কোণঠাসা হয়ে আইসিসি অ্যাশেজ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়৷