

পাকিস্তানের দুই ক্রিকেটার শোয়েব মালিক, হাসান আলির পর এবার ভারতীয় নারীর প্রেমে পড়েছেন অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। সব ঠিকঠাক চললে ভারতীয় তরুণী ভিনি রমনকে বিয়ে করতে পারেন ম্যাক্সওয়েল। তবে সরাসরি দুজনেই এখনও কিছু জানাননি। শোয়েব মালিক, হাসান আলির পর ম্যাক্সওয়েলও যদি সে পথে হাঁটেন, সেটা ক্রিকেট বিশ্বে বেশ চমকপ্রদ ব্যাপার হবে।
গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমনের ছবি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ অভিনন্দন জানিয়েছেন তাঁদের। ভারতীয়রা যেমন উচ্ছ্বসিত, তেমনই ম্যাক্সওয়েলের ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রায় দু’বছর ধরে তাঁদের পরিচয়। ইতিমধ্যে ভিনি রমন সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাক্সওয়েলের সঙ্গে তাঁর ডেটিংয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। তাও একটি নয়, কয়েকটি। এখন শুধু শুভদিনের ঘোষণা আসার অপেক্ষা!
View this post on Instagram
Missing this angel of mine @gmaxi_32 💜 bring on summer & date nights 🌞 #throwback
View this post on Instagram
Winners are grinners 🙌🏆. Juuuuust tap it in 😉 #minigolf #girlswhogolf #teammaxwell vs #teamfinch
অজি ক্রিকেটারদের ভারতে বিয়ে করার রীতি এবারই প্রথম নয়। এর আগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শন টেট বিয়ে করেছেন এক ভারতীয়কে। ২০১৪ সালে আইপিএল খেলার সময় এক পার্টিতে শন টেটের সঙ্গে মাসুম সিনহার সঙ্গে পরিচয় হয়। তারপর মুম্বাইতে বিয়ে করেন তাঁরা। ২০১৭ সালে ভারতীয় প্রথা মেনেও বিয়ে হয় দু’জনের।