

পাকিস্তানের বিপক্ষে এজবাস্টনে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে বাজে বোলিং পারফরমেন্সের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জ্বলে উঠেছিলেন পাকিস্তানি বোলাররা। অন্য সব দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন ডেভিড মিলার।
এজবাস্টনে টসে জিতে আগে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা ও কুইন্টন ডি কক সাবধানী শুরু করলেও ইমাদ ওয়াসিম ৯ম ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান হাশিম আমলাকে। শ্রীলঙ্কার বিপক্ষে শতকের দেখা পাওয়া আমলা এদিন করতে পারেন মাত্র ১৬ রান। দলীয় ৬০ রানের মাথায় হাশিম আমলার মতো কুইন্টন ডি ককও সাজঘরে ফেরেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। তবে এক্ষেত্রে বোলারের নাম মোহাম্মদ হাফিজ। ইমাদ ওয়াসিমের দ্বিতীয় শিকার হয়ে ১ রান পরেই ফেরেন দক্ষিণ আফ্রিকার দলপতি ডি ভিলিয়ার্স। নিজের ২১২ তম ইনিংসে এসে এই প্রথম ‘গোল্ডেন ডাক’ এর লজ্জা পেলেন ভিলিয়ার্স।
অন্যদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন ডেভিড মিলার। কিলার মিলার নামে পরিচিত এই ব্যাটসম্যান দলের প্রয়োজনে এদিন ছিলেন শান্ত। ১০৪ বল খেলে ৭৫ রান করে অপরাজিত থাকেন মিলার। এছাড়া শেষের দিকে ক্রিস মরিস ২৮ ও ফাগিসো রাবাদা ২৬ রান করেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান হাসান আলী। ইমাদ ওয়াসিম ও জুনায়েদ খান নেন দুইটি করে উইকেট।