

আইসিসির কোন বড় আসর মানেই তারার হাট। সাবেক বর্তমানদের মিলন মেলা। উঠে আসে সে সময়ের- এ সময়ের নানা গল্প। তেমনি একজন তারকা যদি হয় বাংলাদেশ দলের একজন তাহলে ব্যাপারটা দাঁড়ায় অন্যরকম।
কোর্টনি ওয়ালশ আছেন টাইগারদের বোলিং কোচের দায়িত্বে। কার্টলি এমব্রোসকে সাথে নিয়ে দুর্ধর্ষ হয়ে ওঠা ওয়ালশ এখন সামলাচ্ছেন তাসকিন-মোস্তাফিজদের।
আইসিসিক্রিকেট.কম কে দেয়া এক সাক্ষাতকারে উঠে এসেছে বাংলাদেশের পেসারদের সম্ভাবনার কথা। ওয়ালশ বলতে ভুলেননি এমব্রোস আর নিজের জুটির কথা। হোল্ডিং-রবার্টস, ওয়ার্ন-ম্যাকগ্রা, গার্নার-মার্শাল, থমসন-লিলি, আকরাম-ওয়াকার ঝুটি গুলা ছিলো এক সময়ের দুর্দান্ত জুটি। এরাই শাসন করেছিলো বিশ্ব ক্রিকেটকে।
ক্রিকেটে দ্রুতই উন্নতি করছে বাংলাদেশ ক্রিকেট। তবে কি বাংলাদেশেও এমন কোন জুটি দেখা যাবে ভবিষ্যতে! আশাবাদী ওয়ালশ, ‘মুস্তাফিজ তো আছেই, আছে তাসকিন, শফিউল। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে দলে আছে মাশরাফি। সেও এখনো দলের অন্যতম সেরা বোলার। এদের সাথে আছে মিরাজ। এরা সবাই এখনো তরুণ। মুস্তাফিজ আর তাসকিন যদি আগামী দশ বছর একসাথে জুটি গড়ে খেলে যেতে পারে তাহলে হবে দূর্দান্ত। সাথে যদি থাকে মিরাজ তাহলেতো কথাই নেই। তারাই জানে কিভাবে খেলতে হবে, নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে।’
ওয়ালশ আরও বলেন, ‘বাংলাদেশ দলের বোলিংয়ের দায়িত্ব নেয়ার পর আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের সংস্কৃতি। আমি কি বলছি তারা সেটা ঠিকঠাক বুঝতে পেরেছে কিনা এটা নিয়েই অনিশ্চয়তায় থাকি। ভাষাগত সমস্যা থাকলেও সেটা এতদিনে মানিয়ে নিয়েছি। এই ব্যাপারে ওরা আমাকে অনেক সাহায্য করেছে। কয়েকজন সিনিয়র খেলোয়ার আছে যারা তরুনদের বলা কথা আমাকে অনুবাদ করে বুঝিয়ে দেয়।’
-আইসিসিক্রিকেট