

দুটি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাই জয় ছাড়া বিকল্প কোন পথ নেই অজিদের। সোমবার বাংলাদেশের বিপক্ষে জয় নিশ্চিতই ছিল কিন্তু সেখানে আবহাওয়া বাঁধা দেওয়ায় জয় বঞ্চিত হয় স্টিভেন স্মিথের দল।
বর্তমানে দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়ে গ্রুপের দুই নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের সাথে খেলা শেষে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা বলেন, ‘টুর্নামেন্টের শেষের দিকে যদি ফলাফল আমাদের দিকে না থাকে তবে সেটা হবে হতাশাজনক। যদি আমরা ফাইনাল পার করে ফেলি তখন সেটা আসলে কোন ব্যাপার না। এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ। যদি আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলি এবং ফাইনালে যেতে পারি তখন আসলে কি ঘটেছে সেটা কেউ খেয়াল করবে না। আমরা টিম মিটিংয়ে এই ব্যাপারে আলোচনা করেছি। আমরা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে কোয়ার্টার ফাইনাল হিসেবেই দেখছি। অতীতের আইসিসির টুর্নামেন্টে অস্ট্রেলিয়ানরা চাপের উপর আস্থা রেখেছে এবং আশা করছি আমরা একই কাজ করতে পারব।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৩ রান দিয়ে দুই উইকেট শিকার করেছিলেন লেগ স্পিনার জ্যাম্পা। তবে সেদিন মাত্র চার ওভার বল করার জন্য বলা হয় এবং বাংলাদেশ ইনিংসের ৩৫ তম ওভার পর্যন্ত তাকে বল হাতে দেখা যায়নি।
এই প্রসঙ্গে জাম্পা জানান, ‘এটা সম্ভবত দুইজন বামহাতির সঙ্গে কার্যকরী ছিল না। হেইডির বোলিং সেই সময়ে সত্যিই ভালো ছিল। হেইডি চমৎকার কাজ করেছে। বিশেষ করে স্মিথ আমাকে দুইজন বামহাতির বিপক্ষে বোলিং করাতে চাইছেন না। সৌভাগ্যবশত আমাদের সেই ওভারগুলো করার জন্য হেইডি ও ম্যাক্সওয়েল ছিল।’