শানাকার ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিকদের বড় সংগ্রহ

দাসুন শানাকা
Vinkmag ad

২৬ জুলাই থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে নিজেদেরকে ঝালিয়ে নেবার মিশনে নেমেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। টাইগার পেসারদের দাপুটে বোলিংয়ের পরও দাসুন শানাকার ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিকরা।

কলম্বোর পি সারা ওভালে সমঝোতামূলক টসের পর আগে বল করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। প্রস্তুতি ম্যাচে স্কোয়াডে থাকা সবাইকেই ঝালিয়ে নেবার সুযোগ আছে। যদিও ১১ জনের বেশি ব্যাট হাতে নামতে পারবেন না।

289751
ফাইল ছবি

সফরকারীদের শুরুতেই সাফল্য এনে দেন রুবেল হোসেন। ইনিংসের ৩য় বলেই নিরোশান ডিকওয়েলাকে (৩ বলে ০) এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান রুবেল। এরপর অবশ্য পালটা আক্রমণ চালাচ্ছেন ধানুশকা গুনাথিলাকা। ধীরে খেলা ওশাদা ফার্নান্দোকেও ফিরিয়েছেন রুবেল। ইনিংসের ৭ম ওভারের ৫ম বলে ফার্নান্দোকে (১৪ বলে ২) মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। পরে ২৭ বলে ৫ চারে ২৬ রান করা গুনাথিলাকাকে মোসাদ্দেকের ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন আহমেদ।

এরপর ভানুকা রাজাপাকশে ও শিহান জয়সুরিয়া মিলে পরিস্থিতি সামাল দেন। ৮২ রানের জুটি গড়ে বিপর্যয় সামলান। জমে ওঠা জুটি ভাঙে সৌম্য সরকারের বলে। নিজের করা ৫ম বলে ৪৯ বলে ৪ চারে ৩২ রান করা রাজাপাকশেকে সাব্বিরের ক্যাচ বানিয়ে আউট করেন সৌম্য। নিজের প্রথম স্পেলে করেছিলেন ৩ ওভার। দ্বিতীয় স্পেলে বল করতে এসে চতুর্থ বলেই মুস্তাফিজুর রহমান ফিরিয়েছেন অ্যাঞ্জেলো পেরেরাকে (১০ বলে ৭ রান)।

281373
ফাইল ছবি (সংগ্রহীত)

৩২ তম ওভারে শিহান জয়সুরিয়াকেও (৭৮ বলে ৫ চারে ৫৬) ফেরান সৌম্য। ৭ম উইকেট জুটিতে দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা জুটির রসায়ন জমতে শুরু করেছিল। ৩০ বলে ৩ চার ও ১ ছয়ে ২৮ রান করা হাসারাঙ্গাকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানিয়ে ফেরান ফরহাদ রেজা। ৮ম উইকেটে আকিলা ধনঞ্জয়াকে নিয়ে ৪৮ রানের কার্যকরী জুটি গড়েন দাসুন শানাকা। যেখানে ধনঞ্জয়ার অবদান ছিলো মাত্র ৯ রান। ২০ বলে ৯ রান করে তামিম ইকবালের থ্রোতে রান আউট হন ধনঞ্জয়া।

অন্যদের মোটামটি ব্যাট করার দিনে চার-ছক্কার বৃষ্টি নামিয়েছিলেন দাসুন শানাকা। ৬ টি করে চার ও ছক্কায় ৬৩ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ৯ বলে ২ চারে ১৩ রান করে অপরাজিত থাকেন আমিলা আপোন্সো।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান স্কোরবোর্ডে জমা করে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নেন রুবেল হোসেন, সৌম্য সরকার। ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, ফরহাদ রেজা ও মুস্তাফিজুর রহমান।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন নারাইন-পোলার্ড, নেই গেইল

Read Next

অশ্বিনের এ কেমন বোলিং অ্যাকশন!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share