ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন নারাইন-পোলার্ড, নেই গেইল

পোলার্ড নারাইন

আসন্ন ভারত সিরিজ সামনে রেখে প্রথম দুই টি-টোয়েন্টির ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন কাইরন পোলার্ড ও সুনীল নারাইন। আন্দ্রে রাসেলের থাকাটা ছিল অনুমেয়ই তবে তাকে উতরাতে হবে ফিটনেস টেস্ট। টি-টোয়েন্টির পোস্টারবয় ক্রিস গেইল কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন বলে নিজেকে নিয়েছেন সরিয়ে।

816670 kieron pollard sunil narine fb
ফাইল ছবি

নারাইন নিয়মিত আইপিএল খেললেও ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের আগে চোট থাকায় ছিলেননা সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপে ক্যারিবিয়ানদের স্কোয়াডে। এ নিয়ে আক্ষেপের কমতিও ছিলনা এই অফ স্পিনারের। ১২ টি-টোয়েন্টি ও ৪৬ লিস্ট ‘এ’ ম্যাচ খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যান্থনি ব্র্যাম্বল পেয়েছেন প্রথমবারের মত জাতীয় দলের ডাক, ফিরেছেন অলরাউন্ডার খারি পিয়ারি ও ওপেনার জন ক্যাম্পবল।

তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে এমন একটি দল দিতে পেরে তৃপ্তির আভাসই মিলেছে নির্বাচক প্যানেলের অন্তবর্তীকালিন চেয়ারম্যান রবার্ট হেইন্সের কন্ঠে, ‘তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে বেশ ভারসম্যপূর্ণ একটি দলই আমরা দিতে পেরেছি।

নির্বাচকদের ভাবনায় কেবল আসন্ন সিরিজই নয় বরং আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা ছিল উল্লেখ করে হেইন্স আরও যোগ করেন, ‘আমরা শুধু বর্তমান চিন্তা করে দল দেইনি, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের মাথায় সবচেয়ে ভালোভাবে কাজ করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা খেলোয়াড় বাছাইয়ের সঠিক সময় ও সূত্র খুঁজে পেয়েছি। যা পরবর্তীতে বিশ্বকাপ দল বাছাইয়ে খুব সহজ হবে।’

এদিকে নারাইন-পোলার্ডের মত টি-টোয়েন্টি ফেরিওয়ালাদের জাতীয় দলের জার্সিতে সুযোগ করে দিতে সবসময়ই অপেক্ষায় থাকে বলেও জানান নির্বাচক প্যানেলের চেয়ারম্যান। প্রসঙ্গত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ফ্লোরিডায় অনুষ্ঠিত হলেও শেষেরটি গায়ানায় হবে। সফরে তিনটি টি-টোয়েন্টি ছাড়াও তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত।

ভারতের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ

জন ক্যাম্পবল, এভিন লুইস, শিমরন হেটমেয়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, রভম্যান পাওয়েল , কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিমো পল, সুনীল নারাইন, শেলডন কটরেল, ওসানে থমাস, অ্যান্থনি ব্র্যাম্বল, আন্দ্রে রাসেল, খারি পিয়ারি।

৯৭ ডেস্ক

Read Previous

নিজেদের অবস্থান পরিবর্তনে বাংলাদেশকে টার্গেট করছে শ্রীলঙ্কা

Read Next

শানাকার ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিকদের বড় সংগ্রহ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share