চট্টগ্রাম ছেড়ে কুমিল্লায় মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

চলতি বছরের শেষ ভাগে বসতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। ইতোমধ্যে দল গুছাতে শুরু করেছে ফ্র‍্যাঞ্চাইজিগুলো। তারই ধারাবাহিকতায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে এমনটাই বলছে নির্ভরযোগ্য সূত্র।

B9I9192 1280x853

আগের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা তামিম ঠিকানা বদলে আগামী আসরে খেলবেন খুলনা টাইটান্সের হয়ে। ফলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে যাওয়া মুশফিকই হতে পারেন দলটির আইকন খেলোয়াড়, সবশেষ আসরে খেলেছেন চট্টগ্রাম ভাইকিংসের হয়ে। এর আগে খেলেছেন সিলেট রয়্যালস, বরিশাল বুলস ও রাজশাহী কিংসে।

২০১৫ সালের আসর থেকে বিপিএলে নাম লেখানো কুমিল্লা ইতোমধ্যে ঘরে তুলেছে দুই শিরোপা। প্রথমবার মাশরাফির নেতৃত্বে নিজেদের অভিষেক আসরেই, আর দ্বিতীয়টি ইমরুল কায়েসের অধিনায়কত্বে চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া বিপিএলের ষষ্ঠ আসরে। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা গতবার দলে ভিড়িয়েছিল স্টিভেন স্মিথ, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদির মত ক্রিকেটারদের।

এখনো পর্যন্ত বিপিএল শিরোপাজয়ী দলের অংশ হতে না পারলেও শেষ পর্যন্ত কুমিল্লার হয়ে মাঠে নামলে মুশফিকের কাঁধেই উঠতে পারে নেতৃত্বের ভার ধারণা করা হচ্ছে এমনটাই। আসন্ন আসরে অনেক তারকা ক্রিকেটারের খেলার খবরই নিশ্চিত করেছে ফ্র‍্যাঞ্চাইজিগুলো। অস্ট্রেলিয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে পেতে কুমিল্লাও চালাচ্ছে চেষ্টা। বিদেশী তারকা ক্রিকেটার দলে নিতে অবশ্য দলটির খ্যাতি আগে থেকেই। এর আগের আসরগুলোতে দলটিতে খেলে গেছেন রাশিদ খান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলস, জস বাটলার, শোয়েব মালিক, মোহাম্মদ নবিদের মত ক্রিকেটাররা।

দলগুলোর আগাম প্রস্তুতি দেখে বেশ ভালোভাবেই বুঝা যাচ্ছে বিপিএলের আসন্ন আসর হতে যাচ্ছে অনেক জমজমাট। ঢাকা ডায়নামাইটস ইতোমধ্যে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের শিরোপাজয়ী ইংলিশ কাপ্তান এউইন মরগান, প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারকে দলে নিশ্চিত করেছে। খুলনা টাইটান্স নিশ্চিত করেছে অজি অলরাউন্ডার শেন ওয়াটসনকে, অন্যদিকে রাজশাহী কিংস দলে অন্তর্ভুক্ত করেছে আরেক প্রোটিয়া অলরাউন্ডার জাঁ পল ডুমিনিকে।

৯৭ ডেস্ক

Read Previous

‘বিশ্বকাপে ইচ্ছে করেই খারাপ খেলেছে দলের সিনিয়র ক্রিকেটাররা’

Read Next

২৬ জুলাই অবসর নিচ্ছেন মালিঙ্গা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share