

ভারতে ড: কে থিম্মপায়া স্মৃতি মাল্টি অল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টে খেলছে বিসিবি একাদশ। মিনি রঞ্জি ট্রফি খ্যাত এই টুর্নামেন্টে ১ম দুই চারদিনের ম্যাচ ড্র করার পর আজ তৃতীয় ম্যাচে আয়োজক কেএসসিএ সেক্রেটারিস একাদশের বিপক্ষে মাঠে নেমেছে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। সেখানে বোলারদের দাপটে মাত্র ৭৯ রানেই ১ম ইনিংসে অলআউট হয়েছে স্বাগতিক কেএসসিএ সেক্রেটারিস একাদশ। সাদমানের ফিফটিতে ৫৬ রানের লিড নিয়ে ১ম দিনের খেলা শেষ করেছে বিসিবি একাদশ।
ব্যাঙ্গালোরের এম চিন্বস্বামী স্টেডিয়ামে টসে জিতে আগে স্বাগতিকদের ব্যাটিং করতে পাঠান বিসিবি একাদশের অধিনায়ক মুমিনুল হক। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ ভারত ছেড়ে শ্রীলঙ্কা চলে গেছেন জাতীয় দলকে সার্ভিস দিতে। এই সুযোগে একাদশে জায়গা পেয়েছেন এবাদত হোসেন ও সানজামুল ইসলাম।
শহিদুল ইসলাম ৫, আরিফুল হক ৩ ও এবাদত হোসেন ২। এই তিনজন মিলেই গুড়িয়ে দিয়েছেন কেএসসিএ সেক্রেটারিস একাদশের ব্যাটিং লাইন আপ। ৪১ ওভার ব্যাট করে ৭৯ রানেই অলআউট হয়েছে তারা।
বিসিবি একাদশের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সাইফ হাসান ও সাদমান ইসলাম অনিক। চতুর্থ ওভারের ১ম বলে বিদ্যুতের বলে বিনয় এন সাগরকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (৩)। দলের রান তখন ৬। এরপর সাদমান ইসলাম ও তিনে নামা অধিনায়ক মুমিনুল হক যোগ করেন ৩৮ রান। ৩৭ বলে ১ চারে ১০ রান করে আউট হন মুমিনুল।

দ্বিতীয় সেশন শেষ হবার আগে আর উইকেট পড়তে দেননি সাদমান ইসলাম ও জহুরুল ইসলাম। ফিফটি পূর্ণ করেছেন বাংলাদেশ টেস্ট দলের ওপেনার সাদমান। ২ উইকেটে ৯৫ রান নিয়ে চা বিরতিতে যান এই দুইজন।
বিরতির পর আরো ১০ বল খেললেও আর রান যোগ করতে পারেননি সাদমান। ৯৩ বলে ৯ চার, ১ ছয়ে ৫৯ রান করে দেবাইয়ার বলে বোল্ড হন তিনি। জহুরুল ৮৬ বল খেলে ৪ চারে ২৮ রান করে অপরাজিত। পাঁচে নামা নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৪২ বলে ৫ চারে ২৭ রান করে।
৩ উইকেটে ১৩৫ রান স্কোরবোর্ডে জমা করে ১ম দিনের খেলা শেষ করেছে বিসিবি একাদশ, লিড বেড়ে দাঁড়িয়েছে ৫৬ তে।