

তামিম ইকবালের সাথে উইকেটে বেশ জমে গিয়েছিলেন। অফ ফর্ম থেকে বের হবার ইঙ্গিত ছিলো সাকিবের ব্যাটিংয়ে। ঠিক তখনই হেডের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন তিনি। তবে সিদ্ধান্তটা ঠিক পছন্দ হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারের। বেশ অবাক হয়েছেন আম্পায়ার নাইজেল লংয়ের আঙ্গুল তোলাতে, রিভিউও নিয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি।
এরকম আউট হওয়াতে হতাশ হয়েছেন ঠিকই, তবে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল সাকিব বলেন, “সাধারণত দেয় না এরকম আউট। এখন আম্পায়ার মনে করেছে, দিয়েছে আউট। এটা তো আর কিছু বলার নেই (হাসি)।”
অবাক হয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তর সাকিব দিয়েছেন কিছুটা অনুযোগের সুরেই। সাকিব বলেন, “হ্যাঁ, তা তো বটেই। সাধারণত ব্যাটসম্যান এগিয়ে আসলে তো আউট দেয় না। আমি অন্তত দেখি নাই এখনও। দেখা যাক, শুরু হলো। এরকম সিদ্ধান্ত যদি ধারাবাহিকভাবে দেওয়া হয়, তাহলে ঠিক আছে।”
এমনভাবে আউট হওয়াতে হতাশ হলেও সেটা ভুলে সামনের দিকে তাকাতে চান সাকিব। তিনি বলেন, “যে কোনো আউটই হতাশার। এখন আর এটা নিয়ে কথা বলে লাভ নেই। যেটা চলে গেছে তো গেছেই।”