

ভারতে ড: কে থিম্মপায়া স্মৃতি মাল্টি অল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টে খেলছে বিসিবি একাদশ। মিনি রঞ্জি ট্রফি খ্যাত এই টুর্নামেন্টে ১ম দুই চারদিনের ম্যাচ ড্র করার পর আজ তৃতীয় ম্যাচে আয়োজক কেএসসিএ সেক্রেটারিস একাদশের বিপক্ষে মাঠে নেমেছে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। সেখানে বোলারদের দাপটে মাত্র ৭৯ রানেই ১ম ইনিংসে অলআউট হয়েছে স্বাগতিক কেএসসিএ সেক্রেটারিস একাদশ।
ব্যাঙ্গালোরের এম চিন্বস্বামী স্টেডিয়ামে টসে জিতে আগে স্বাগতিকদের ব্যাটিং করতে পাঠান বিসিবি একাদশের অধিনায়ক মুমিনুল হক। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ ভারত ছেড়ে শ্রীলঙ্কা চলে গেছেন জাতীয় দলকে সার্ভিস দিতে। এই সুযোগে একাদশে জায়গা পেয়েছেন এবাদত হোসেন ও সানজামুল ইসলাম।
ইনিংসের ৩য় ও নিজের দ্বিতীয় ওভারের ১ম বলেই কেএসসিএ সেক্রেটারিস একাদশের অধিনায়ক রোহান কদমকে বোল্ড করেন তরুণ পেসার শহিদুল ইসলাম। ঐ ওভারেরই চতুর্থ বলে শিভাম মিশ্রকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন শহিদুল।
এরপর অর্জুন এসপি ও নাগা ভারত খোলসবন্দী হয়ে যান। শহিদুল, এবাদতের পেস সামলে টিকে থাকাই যেনো মুখ্য। তবে সে চেষ্টা বেশিক্ষণ ধোপে টেকেনি। ১০ম ওভারের শেষ বলে ৩৩ বলে ১২ রান করা অরজুন এসপিকে সাইফ হাসানের ক্যাচ বানিয়ে ফেরান এবাদত হোসেন।
পরের বলেই শহিদুলের পেসে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হন ২২ বলে ২ রান করা নাগা ভারত। কেএসসিএ সেক্রেটারিস একাদশের রান তখন ১০.১ ওভারে ৪ উইকেটে মাত্র ১৫।
অভিনব মনোহার ও প্রভীন দুবে ৫ম উইকেটে করেছেন মন্দের ভালো। এই দুইজনের ২৭ রানের জুটি ভাঙেন এবাদত হোসেন। ১৭ বলে ৪ চারে১৬ রান করা প্রভীন দুবেকে জহুরুল ইসলামের ক্যাচ বানিয়ে ফেরান এবাদত।
শহিদুল, এবাদতের পর পাদপ্রদীপের আলো নিজের দিকে টেনে নেন আরিফুল হক। একে একে ফেরান অভিনব মনোহার (১২), বিনয় এন সাগর (৭) ও কার্তিক সিএকে (০)।
৫১ রানেই স্বাগতিকদের ৮ উইকেট তুলে নেন শহিদুল, এবাদত, আরিফুলরা। এরপর ৯ এ নামা কেএস দেবাইয়া ও ১০ এ নামা আনান্দ দোদ্দামানি এক ভদ্রস্থ ১ম ইনিংস সংগ্রহের পথে ছুটছিলেন। ৩৩ ওভার শেষে ৮ উইকেটে ৭৫ রান নিয়ে লাঞ্চ ব্রেকে যান এই দুইজন।
বিরতির পর বাকি ২ উইকেট তুলে নেন শহিদুল। কেএস দেবাইয়াকে (১৮) ফেরান এলবিডব্লিউ করে, আনান্দ দোদ্দামানিকে (৮) ফেরান বোল্ড করে। ৪১ ওভারে ৭৯ রান স্কোরবোর্ডে জমা করতে পারে কেএসসিএ সেক্রেটারিস একাদশ।
বোলিং ফিগারঃ
শহিদুল ইসলাম- ১৬-৭-২০-৫
এবাদত হোসেন- ১৬-৬-৩৬-২
আরিফুল হক- ৯-৪-২২-৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশঃ
সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), জহুরুল ইসলাম,নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌহুরী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আরিফুল হক, সানজামুল ইসলাম, শহিদুল ইসলাম ও এবাদত হোসেন।