
ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বর পজিশন, আম্বাতি রায়ডু ও একটি থ্রিডি চশমা। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর এই তিনটিতে সয়লার ছিল ভারতীয় ক্রিকেট। চার নম্বর পজিশনের দৌড়ে সবথেকে এগিয়ে থেকেও বাদ পড়েছেন । তার জায়গায় সুযোগ পাওয়া বিজয় শঙ্করকে বেছে নিয়ে নির্বাচকরা আখ্যা দিয়েছেন ‘থ্রি ডি’ খেলোয়াড়। অভিমানি রায়ডু টুইটারে নির্বাচকদের দিয়েছেন খোঁচা, বিশ্বকাপ শেষে প্রধান নির্বাচক বলছেন উপভোগ করেছেন সেই খোঁচা।

প্রতিদ্বন্ধী ক্রিকেটারের চেয়ে পরিসংখ্যান আর অভিজ্ঞতায় ঢের এগিয়ে থেকেও শেষ মুহুর্তে বিশ্বকাপ দলে জায়গা মেলেনি। তবে বাদ পড়ার কারণ হিসেবে প্রধান নির্বাচকের ব্যাখ্যায় বেশ চটেছেন রায়ডু। রায়ডু নাহয়ে দলে বিজয় শঙ্কর কেন? এমন প্রশ্নে প্রধান নির্বাচক বলেছিলেন সে ‘থ্রিডি’(থ্রি ডাইমেনশনাল) কোয়ালিটি সম্পন্ন।
এরপরই ব্যাপারটি নিয়ে মজা করতে ছাড়েননি বাদ পড়া আম্বাতি রায়ডু। রাগের বহিঃপ্রকাশে টুইটারে তিনি লিখেন , ‘এইমাত্র আমি একটি থ্রি ডি চশমা অর্ডার দিয়েছি বিশ্বকাপ দেখার জন্য।’ যেখানে স্পষ্টতই নির্বাচকদের খোঁচা দেওয়া হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছে হাস্যরসের খোরাক।
চোখ এড়ায়নি প্রধান নির্বাচক এমএসকে প্রসাদেরও, বিশ্বকাপ শেষে ঘরে ফিরেছে ভারতীয় দল। গতকাল (২১ জুলাই) ঘোষণা হয়েছে আস্নন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলও। আর সেখানেই অভিমানে ক্রিকেটই ছেড়ে দেওয়া রায়ডুর খোঁচা মারা টুইট সম্পর্কে বলতে গিয়ে প্রসাদ বলেন, ‘দারুণ একটা টুইট ছিল ওটা। একদম ঠিক সময়ে সে টুইটটি করেছে। সত্যিই আমি বেশ উপভোগ করেছি ওটা। ব্যাপারটা ওর মাথায় আসলো কেমন করে কে জানে!’

মূল স্কোয়াডে না থাকলেও শেষদিকে স্ট্যান্ড বাই লিস্টে ছিলেন রায়ডু তবে এরপর আবারও বঞ্চনার শিকার এই ব্যাটসম্যান। চোটে বিশ্বকাপ থেকে ওপেনার শিখর ধাওয়ানের ছিটকে যাওয়ায় জায়গা মেলে উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাব পান্টের। যাকে জায়গা দিতে গিয়ে তার বাদ পড়া সেই বিজয় শঙ্করের চোটেও জায়গা মিলেছে মায়াঙ্ক আগারওয়ালের । বারবার দৃষ্টি সীমানার বাইরেই থেকে যাওয়া রায়ডু অভিমানে অবসরই নিয়ে নেন ক্রিকেট থেকে।