
দেশের নারী ক্রিকেটে জাহানারা আলম যেন এক আলোকশিখা। আন্তজার্তিক ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগেও নিজের অবস্থান তৈরি করছেন ধীরে ধীরে। কদিন আগে প্রথম বাংলাদেশী হিসেবে খেলে এসেছেন ভারতের নারী আইপিএলে। এবার আইসিসির হয়েই খেলার সুযোগ পাচ্ছেন জাহানারা, সঙ্গী হিসেবে যাচ্ছে সতীর্থ বাংলাদেশ নারী দলের ব্যাটসম্যান ফারজানা হক।
আইসিসি ডেভেলপমেন্ট দলের হয়ে ইংল্যান্ডের সুপারলিগের দলগুলোর বিপক্ষে খেলবেন পাঁচটি ম্যাচ। আগামী ২৫ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাহানারারা। মূলত আইসিসির নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা আট দলের বাইরের দলগুলোর খেলোয়াড় নিয়ে আইসিসি ডেভেলপমেন্ট দলটি গঠিত।
১০ দিনের এই ইংল্যান্ড সফরে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পেসার জাহানারা জানান,’ আমাকে ও ফারজানাকে আইসিসি ডেভেলপমেন্ট দলের হয়ে খেলার জন্য ডাকা হয়েছে। বড় একটা সুযোগ এটি। অনুশীলনের পাশাপাশি সেখানে পাঁচটি ম্যাচ খেলার কথা আছে। শেখার অনেক কিছুই পাবো ওখানে।” বাংলাদেশের হয়ে ৩৫ টি ওয়ানডে ও ৫৬ টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন জাহানারা। যেখানে নামের পাশে উইকেট আছে যথাক্রমে ৩০ ও ৩৯ টি।
আইসিসি ডেভেলপমেন্ট দলের জার্সি গায়ে চাপাতে যাওয়া বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান ফারজানা হকেরও রয়েছে সমৃদ্ধ পরিসংখ্যান। জাহানারা আলমের সমান ৩৫ ওয়ানডেতে তার ৬৩৮ ও ৫১ টি-টোয়েন্টি ম্যাচে রান ৭০৮। এদিকে গত মে মাসে ভারতের নারী আইপিএলে ‘ভেলোসিটি’ দলের হয়ে খেলে আসেন জাহানারা আলম। ফাইনালে সুপারনোভাস দলের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের।
চার ওভারে মাত্র ২১ রানে উইকেট নিয়েছেন দুটি, যার দুটিই আবার বোল্ড। বিশেষ করে কিউই নারী ব্যাটসম্যান সোপি ডিভাইনকে বোল্ড করা বলটি আবার টুর্নামেন্টের সেরা ডেলিভারির শীর্ষেই ছিল। এর আগে বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক রুমানা আহমেদও গর্বিত করেছেন বাংলাদেশকে। দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতিস্বরুপ জায়গা পেয়েছিলেন আইসিসির বর্ষসেরা নারী দলে।