ধোনিকে ছাড়াই স্কোয়াড ঘোষণা, এসেছে দুই নতুন মুখ

team india
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সংস্করণের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটিয়ে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করলো বিসিসিআই। আগামী ৩ আগস্ট থেকে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে। এই সফরে ভারত তিনটে টি -২০, তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দলে বেশ কিছু নতুন মুখের জায়গা হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ। টেস্ট দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন।

154647kohli kalerkantho

সমস্ত জল্পনার অবসান। তিন ধরনের ফর্ম্যাটেই ভিরাট কোহলিকে অধিনায়ক রেখে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ বিপর্যয়ের পরে ধরা হয়েছিল, সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে ভিরাটকে। তবে সেই সেই জল্পনায় জল ঢেলে ভিরাট কোহলিকে অধিনায়ক রেখেই ক্যারিবিয়ান সফরে পাড়ি দিচ্ছে ভারত।

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিদায় নেয় ভারত। বিশ্বকাপের পর ভারতীয় দলের উইকেট রক্ষক  মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিতর্ক দানা বাধলেও, স্বয়ং ধোনি নিজের অবসরের বিষয়ে এখনও কিছু ঘোষণা করেননি। যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে নেই মহেন্দ্র সিং ধোনি। তাঁর বদলে রিশাব পান্ট দলের উইকেট রক্ষা করবেন।

291991

এবারের দলে প্রথমবারের জন্য ডাক পেয়েছেন নভদীপ সাইনি। এছাড়াও দলে ডাক পেয়েছেন মণীশ পান্ডে, শ্রেয়স আইয়ার। ডাক পেয়েছেন বাঁ হাতি পেসার খলিল আহমেদ। টি-টোয়েন্টি এবং একদিনের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে জশপ্রীত বুমরাহকে। যদিও টেস্ট দলে তিনি আছেন। পাশাপাশি টেস্ট দলে ডাক পেয়েছেন ঋদ্ধিমান সাহা।

আগামী ৩ তারিখ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৮ আগস্ট থেকে চলবে একদিনের আন্তর্জাতিক।

291957

টি-টোয়েন্টি দল: ভিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, রিশাব পান্ট (উইকেটকিপার), ক্রুনাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহর, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহর, নভদীপ সাইনি।

ওয়ানডে দল: ভিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, রিশাব পান্ট (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, কেদার যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি।

টেস্ট দল : ভিরাট কোহলি(অধিনায়ক), আজিঙ্কে হারানে (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল,  চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, রোহিত শর্মা,  রিশাব পান্ট (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জশপ্রীত বুমরাহ, উমেশ যাদব।

৯৭ প্রতিবেদক

Read Previous

ডেথ ওভারে করুণ বোলিং, আফগানদের কাছে টানা দ্বিতীয় হার

Read Next

ভুল স্বীকার করেছেন, তবে কখনো ক্ষমা চাইবেন না ধর্মসেনা!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share