চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দল থামলো ২৭৮ রানে

মিঠুন সাব্বির
Vinkmag ad

প্রথম ওয়ানডেতে পাত্তায় পায়নি বাংলাদেশ ‘এ’ দল। কোনমতে ২০০ পার করা বাংলাদেশ ‘এ’ দলকে ১০ উইকেটে বড় ব্যবধানে হারিয়ে একরকম লজ্জাই উপহার দিয়েছে সফরকারী আফগানিস্তান ‘এ’ দল। দ্বিতীয় ওয়ানডেতে এসে অবশ্য ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দল। আর তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিঠুন, যদিও পুড়েছেন সেঞ্চুরি মিসের আক্ষেপে। ৯ উইকেটে ২৭৮ রান করে ৫০ ওভার শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল।

featured updated
ছবিঃ বিসিএসএ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাট করতে পাঠান আফগানিস্তান ‘এ’ দলের অধিনায়ক নাসির জামাল।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। ২৪ বলে ৩ চার ও ১ ছয়ে ২৬ রান করে এনামুল হক বিজয় ফেরেন করিম জান্নাতের বলে নাসির জামালকে ক্যাচ দিয়ে। দলের রান তখন ৯ ওভারে ৫৬। তিনে নামা অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সাথে জমে উঠেছিলো ওপেনার ইমরুল কায়েসের জুটি।

তবে ৫৫ বলে ৫ চারে ৪০ রান করে আউট হন ইমরুল কায়েস, দলের রান তখন ৯৮। এরপর মিঠুন দলকে এগিয়ে নিতে থাকেন তরুণ মোহাম্মদ নাইম শেখকে নিয়ে। প্রায় ১০০ রানের জুটি গড়েন এই দুইজন। ৪৯ রান করে আউট হন নাইম।

সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন অধিনায়ক মিঠুন। তবে আউট হন ব্যক্তিগত ৮৫ রানের মাথায়। এরপর দলের স্কোরবোর্ড সচল রেখেছিলেন সাব্বির রহমান ও আফিফ হোসেন ধ্রুব। তবে প্রথম ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক আফিফ হোসেন আউট হয়েছেন ৮ রান করে। ১ রান করে ফেরেন ফরহাদ রেজাও। মেহেদী হাসান ১০ রান করে সাজঘরে ফেরেন।

খুব বেশি বড় শট খেলতে দেখা যায়নি সাব্বিরকে। ৩৫ রান করে সাজঘরে ফিরেছেন রান আউট হয়ে। ৪৯.৫ ওভারের মাথায় ছক্কা হাঁকান আবু হায়দার রনি। শেষ বল থেকে ১ রান আসলে ২৭৮ রানে থামে ‘এ’ দলের রানের চাকা।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ ‘এ’ দল ২৭৮/৯ (৫০), ইমরুল ৪০, বিজয় ২৬, মিঠুন ৮৫, নাইম ৪৯, সাব্বির ৩৫, আফিফ ৮, ফরহাদ ১, মেহেদি ১০, রনি ৭*, শফিউল ০, আবু জায়েদ ১*।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

বাংলাদেশে আসছেনা জিম্বাবুয়ে, ত্রিদেশীয় সিরিজ রূপ নিচ্ছে দ্বিপাক্ষিকে

Read Next

ডেথ ওভারে করুণ বোলিং, আফগানদের কাছে টানা দ্বিতীয় হার

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share