ক্রিকেটের সঙ্গে শ্রীলঙ্কাও ছাড়ছেন মালিঙ্গা!

LASITH MALINGA

এবারের বিশ্বকাপ আসর শ্রীলঙ্কা ভালো করতে না পারলেও দুর্দান্ত পারফর্ম করেছেন লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেই যাবেন অবসরে। শুধু ক্রিকেট নয়, সঙ্গে দেশও ছাড়ছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। মালিঙ্গা অবসর নেয়ার পর স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করবেন। স্থানীয় আইল্যান্ড ক্রিকেটে প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

289719

সেই প্রতিবেদনে তাঁর অবসরের বিষয়েও জানানো হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। বলা হয়েছে, সেই সিরিজেরই প্রথম ম্যাচের পরে বাইশ গজকে আলবিদা জানাবেন তিনি। শ্রীলঙ্কা বোর্ডের এক কর্তা জানিয়েছেন,

“অস্ট্রেলিয়ায় সম্ভবত কোনও কোচিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।”

290225

বর্তমানে অস্ট্রেলিয়াতেই রয়েছেন তারকা পেসার। সেখান থেকেই এই বিষয়ে মালিঙ্গা ইতিমধ্যেই প্রধান নির্বাচক অশন্থা ডি মেল-এর সঙ্গে একপ্রস্থ কথা বলেছেন। চলতি মাসের ২৬ তারিখ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে শ্রীলঙ্কার। প্রথম ম্যাচের আগেই ২২ তারিখে দেশে ফিরবেন তিনি।

তারপরেই অবসর ঘোষণা এবং অস্ট্রেলিয়ায় থাকার বিষয়টি সরকারিভাবে জানাবেন। এর আগে একাধিক শ্রীলঙ্কান ক্রিকেটার খেলা ছেড়ে দেওয়ার পরে অস্ট্রেলিয়ার ঘাঁটি গেড়েছেন। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক ক্রিকেটারের নাম।

৯৭ প্রতিবেদক

Read Previous

অধিনায়কত্ব পেয়ে অবাক হননি, টি-টোয়েন্টিতে প্রমাণ করবেন কেন সেরা

Read Next

বাংলাদেশে আসছেনা জিম্বাবুয়ে, ত্রিদেশীয় সিরিজ রূপ নিচ্ছে দ্বিপাক্ষিকে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share