বিপিএলে রাজশাহী কিংসে জেপি ডুমিনি

JP DUMINY
Vinkmag ad

এবারের বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বসবে তারাদের মেলা। অন্তত ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানো দেখে তেমনটাই মনে হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কিছু বড় নাম (বিদেশী) ইতোমধ্যেই নিশ্চিত করেছে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি এবারের আসরে আসছেন বিপিএল মাতাতে। 

৩৫ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারকে এবারের বিপিএলে দেখা যাবে রাজশাহী কিংস শিবিরে। নতুন এই বিপিএল মৌসুমের জন্য দলে ভেড়ানো রাজশাহী কিংসের প্রথম বিদেশী ক্রিকেটার জেপি ডুমিনি।

b8646878ffd942fe9c66e436472329cc

আজ রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বার্তায় এবারের বিপিএল আসরে প্রোটিয়া ব্যাটসম্যান জেপি ডুমিনির রাজশাহী কিংসের হয়ে খেলবেন, এই খবর নিশ্চিত করেছে,

চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের ৭ম আসর। আসন্ন আসরের আগে দল বদলের খবর পাওয়া যাচ্ছে আগে থেকেই।

JPD

এবারের বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে জেপি ডুমিনি দীর্ঘ ১৫ বছরে প্রোটিয়াদের জার্সি গায়ে খেলেছেন ৪৬টি টেস্ট, ১৯৯টি ওয়ানডে এবং ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্টে প্রায় ৩৩ গড়ে মোট রান ২১০৩, ওয়ানডেতে প্রায় ৩৭ গড়ে ৫ হাজার ১১৭। আর টি-টোয়েন্টিতে প্রায় ৩৯ গড়ে ১৯৩৪ রান।

ব্যাট হাতে জাদু দেখানোর পাশাপাশি বল হাতেও ১৫ বছরের ক্যারিয়ারে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ডুমিনি। টেস্ট, ওয়ানডে এবং টি-টয়েন্টিতে যথাক্রমে ৪২,৬৯ এবং ২১টি উইকেট তুলে নিয়েছেন নামের পাশে।

৯৭ প্রতিবেদক

Read Previous

পরিবর্তন আসছে নিয়মে, চাপ কমলো অধিনায়কদের

Read Next

অধিনায়কত্ব পেয়ে অবাক হননি, টি-টোয়েন্টিতে প্রমাণ করবেন কেন সেরা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share