পরিবর্তন আসছে নিয়মে, চাপ কমলো অধিনায়কদের

আইসিসি
Vinkmag ad

বিশ্বকাপের পর গত শুক্রবার (১৯ জুলাই) আইসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় তার মধ্যে বাউন্সারের আঘাতে মাঠ ছেড়ে যাওয়া ব্যাটসম্যানের বদলি ক্রিকেটার নেওয়া ও স্লো ওভার রেটের কারণে অধিনায়কের শাস্তি তুলে নেওয়া অন্যতম। আগামী পহেলা আগস্ট থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজ দিয়ে কার্যকর হবে নিয়মগুলো। এছাড়া সভায় সুপারিশকৃত নো বল রিপ্লের প্রস্তাবও গ্রহণ করেছে আইসিসি।

128450 icc

স্লো ওভার রেটের কারণে অধিনায়কের শাস্তি পাওয়া ছিল নিয়মিত ব্যাপার। ম্যাচ ফির নির্দিষ্ট অংশ কেটে রাখার পাশাপাশি একবছরে দুইবার এমন ঘটনা ঘটলে সর্বনিম্ন এক ও সর্বোচ্চ দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার নিয়মও ছিল এর আগে। পুরো দলের অন্যায়ের শাস্তি এককভাবে অধিনায়ক পেত বলে এমন নিয়মের সমালোচনাও হয়েছে বেশ। নতুন নিয়মে অধিনায়কের মাথা থেকে কমলো বাড়তি চাপ, ফল ভোগ করবে দলের সবাই, সমান হারে।

স্লো ওভার রেটের ঘটনা একটি দলীয় বিষয় ফলে সাজাও ভোগ করবে দলের প্রত্যেক খেলোয়াড়। ঘটনার পুনরাবৃত্তিতে নিষিদ্ধ হওয়ার আশঙ্কা নেই অধিনায়কের। পহেলা আগস্ট থেকে শুরু হওয়া দুই বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে নিয়মের মাঠে প্রয়োগ শুরু উল্লেখ করে আইসিসি এক বিবৃতিতে জানায়,’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ শেষে প্রয়োজনীয় ওভার রেট দেখে ওভারপ্রতি দুই কম্পিটিশন পয়েন্ট কমবে। কিন্তু এমন ঘটনার পুনরাবৃত্তিতে অধিনায়কের নিষেধাজ্ঞার ভয় নেই। দলের প্রত্যেক খেলোয়াড়ই এর জন্য দায়ী বলে সব ক্রিকেটারই সমানভাবে জরিমানা গুনবেন।’

11ArcherHERO

এদিকে অ্যাশেজ দিয়েই চালু হতে যাচ্ছে বদলি খেলোয়াড়ের নতুন নিয়ম। পেসারদের বাউন্সারে কুপোকাত হওয়া ব্যাটসম্যানের মাঠ ছাড়ার ঘটনাও ক্রিকেটে হরহমেশাই ঘটছে। মানবিক দিক থেকে চিন্তা করলে এমন ঘটনা নাড়া দেয় ভক্ত সমর্থকদের হৃদয়ে। দলীয় স্বার্থ বিবেচনায় নিলেও আঘাত পেয়ে মাঠ ছাড়া ব্যাটসম্যানের জন্য ক্ষতিগ্রস্ত হয় পুরো দলও। এবার এ জায়গাটায় ইতিবাচক নিয়ম আনছে আইসিসি, ওই খেলোয়াড়ের বদলি খেলোয়াড় নামাতে পারবে সংশ্লিষ্ট দল। অবশ্য সেক্ষেত্রে অবশ্যই ফিজিওর পরামর্শ ও একই ক্যাটাগরির খেলোয়াড় নিতে পারবে দল।

এ প্রসঙ্গে আইসিসি জানায়,’ বদলি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফিজিওর পরামর্শ মেনে একই ঘরানার ক্রিকেটারকেই মাঠে নামাতে পারবে দলগুলো। যেখানে ম্যাচ রেফারির অনুমোদন আবশ্যকীয়। ‘ এর আগে বদলি খেলোয়াড়ের এমন নিয়মটি ২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে পরীক্ষামূলকভাবে মাঠে প্রয়োগ হয়ে আসছে।

এদিকে নো বল রিপ্লে দেখার নিয়মও যোগ হতে যাচ্ছে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে। এর আগে অনফিল্ড আম্পায়ার নো বল নিয়ে যে সিদ্ধান্ত দিতেন তাই চূড়ান্ত ছিল, বোলার চাইলেও রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলের নিয়ম ছিলনা। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হত বোলাররা, এখন থেকে সন্দেহ হলে আম্পায়ারের নো বল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন বোলার। টিভি রিপ্লে দেখে বদল হতে পারে সিদ্ধান্তও।

৯৭ ডেস্ক

Read Previous

অবসর নয়, ছুটি নিয়েছেন লেফটেন্যান্ট কর্ণেল ধোনি

Read Next

বিপিএলে রাজশাহী কিংসে জেপি ডুমিনি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share