অবসর নয়, ছুটি নিয়েছেন লেফটেন্যান্ট কর্ণেল ধোনি

মাহেন্দ্র সিং ধোনি
Vinkmag ad

আগামীকাল (২১ জুলাই) ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল নির্বাচনের জন্য সভায় বসবে ভারতীয় নির্বাচকরা। এর আগে তাঁদের কাজটা সহজ করে দিলেন মাহেন্দ্র সিং ধোনি। ভারতকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক দুই মাসের জন্য ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখছেন। এই সময়ে প্যারামিলিটারি রেজিমেন্টের হয়ে কাজ করবেন তিনি।

received 338352053543499
ফাইল ছবি (সংগ্রহীত)

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ম্যাচটিই মাহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ বলে ধরে নিয়েছিলেন অনেকেই। তবে এখনই অবসরে যাচ্ছেন না ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এই অধিনায়ক। তবে অন্য দায়িত্ব পালনের জন্য জাতীয় দলের দায়িত্ব থেকে সাময়িক ছুটি চেয়ে নিয়েছেন।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘ধোনি বিসিসিআইয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তারসঙ্গে দেখা করেছে এবং ব্যাখ্যা করেছে কেনো সে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারবে না। ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্ণেল। বিশ্বকাপ শুরুর আগে ধোনি তাদেরকে কথা দিয়েছিলেন।’

তিনি যোগ করেন, ‘এটা দুই মাসের জন্য, এবং ধোনি এখনো অবসর নেবার সিদ্ধান্ত নেননি। এই সিদ্ধান্ত নির্বাচকমন্ডলীর চেয়ারম্যানকে জানানো হয়েছে।’

000 1ed09j
ছবিঃ সংগ্রহীত

উল্লেখ্য, ২০১১ সালে ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্ণেল পদের জন্য বিবেচিত হন মাহেন্দ্র সিং ধোনি। এই পদবীটা মূলত সম্মানসূচক।

ধোনির ঘনিষ্ঠ বন্ধু ও তার ম্যানেজারের দায়িত্ব পালন করা অরুন পান্ডে ধোনির অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বলেন, ‘তার এখনই অবসর নেবার কোন চিন্তা নেই। তার মতো মহান ক্রিকেটারের অবসর নেওয়া নিয়ে এতো প্রশ্ন আসলেই দুর্ভাগ্যজনক।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবে ভারত। সেখানে ছুটি থেকে ফেরা ধোনি সুযোগ পাবেন কিনা তা অবশ্য সময় বলে দিবে।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

বিপিএল মাতাতে আসছেন ডেভিড মিলার

Read Next

পরিবর্তন আসছে নিয়মে, চাপ কমলো অধিনায়কদের

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share