

এবারের বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বসবে তারাদের মেলা। অন্তত ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানো দেখে তেমনটাই মনে হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কিছু বড় নাম (বিদেশী) ইতোমধ্যেই নিশ্চিত করেছে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি। দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলারও এবারে আসছেন বিপিএল মাতাতে।
৩০ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানকে এবারের বিপিএলে দেখা যাবে ঢাকা ডায়নামাইটস শিবিরে।
২০১০ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হওয়া ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে খেলেছেন ১২৬ টি, টি-টোয়েন্টি খেলেছেন ৭০ টি। ১২৬ ওয়ানডেতে মিলারের রান ৩৮.৭০ গড়ে ৩০৫৮। ১২ ফিফটির সাথে আছে ৫ সেঞ্চুরি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭০ ম্যাচে ১৪০.৩২ স্ট্রাইকরেটে রান করেছেন ১২৯১। ২ ফিফটির সাথে আছে ১ সেঞ্চুরিও। ৯১ টি চারের পাশাপাশি ৫৬ টি ছক্কা হাঁকিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ খেলে বেড়ানো ডেভিড মিলার খেলেছেন সাকুল্যে ২৯১ টি টি-টোয়েন্টি। রান করেছেন ৬৪০০, ২৯ ফিফটির সাথে আছে ৩ সেঞ্চুরি। খেলেছেন আইপিএল, বিপিএল, সিপিএল, এসএলপিএলে।
আইপিএলে ৭৯ ম্যাচের ৭৭ ইনিংসে ব্যাট করেছেন, রান করেছেন ১৮৫০। গড়টা ৩৪.২৬, স্ট্রাইক রেট ১৩৮.৭৮। ফিফটি ৯ টি, সেঞ্চুরি ১ টি।
২০১৩ সালের বিপিএলে চিটাগং কিংসের হয়ে ৩ ম্যাচে ৪১ রান করেছিলেন ডেভিড মিলার। মারকুটে ব্যাটসম্যান হিসাবে পরিচিত মিলার সেবার রান করেছিলেন ৮৯.১৩ স্ট্রাইকরেটে। ২০১৬ সালের বিপিএলে ডেভিড মিলারের খেলার কথা ছিলো রংপুর রাইডার্সে। তবে পরে তেমনটি হয়নি, এক টুইট বার্তায় মিলার জানিয়ে দেন খেলছেন না তিনি।
চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের ৭ম আসর। আসন্ন আসরের আগে দল বদলের খবর পাওয়া যাচ্ছে আগে থেকেই। গত বিপিএলের ম্যান অফ দ্যা ফাইনাল হওয়া তামিম ইকবাল এবার দল বদলে যাচ্ছেন খুলনা টাইটান্স শিবিরে। পড়ুনঃ কুমিল্লা ছেড়ে খুলনায় তামিম। খুলনা শিবিরে আসছেন ইমরান তাহিরও। শেন ওয়াটসনকেও দলে ভিড়িয়েছে কোনবার বিপিএল শিরোপা না জেতা খুলনা।
৩৪ বছর বয়সী আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। গুঞ্জন আছে ইউনিভার্স বস ক্রিস গেইলকে এবার আর বিবেচনা করছে না ফ্র্যাঞ্চাইজিটি। আরো পড়ুনঃ চার বছর পর আবার রংপুর রাইডার্সে মোহাম্মদ নবি!
ডাবলিনে জন্ম নেওয়া ৩২ বছর বয়সী এউইন মরগান খেলতে আসছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। পড়ুনঃ বিপিএল মাতাতে আসছেন এউইন মরগান।