
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের (৩ ম্যাচের) জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সদ্য সমাপ্ত বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন চার জন , দলে ফিরেছেন আকস্মিকভাবে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া অনেকেই।

নিরোশান ডিকওয়েলা, লাহিরু কুমারা, আকিলা ধনঞ্জয়া, লাক্সান সান্দাকানের মত ক্রিকেটারদের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া বেশ অবাকই করেছিলো ভক্ত, সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকদের। ঘরের মাঠে আসন্ন বাংলাদেশ সিরিজে ফিরেছেন চারজনই।
সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া চারজন হলেন জেফরি ভ্যান্ডারসে, মিলিন্ডা শিরিবর্ধনে, সুরাঙ্গা লাকমল ও জীবন মেন্ডিস। লম্বা এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন বিভিন্ন সময়ে ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কাকে প্রতিনিধিত্ব করা ১০ জন ক্রিকেটার। তারা হলেন ওয়ানিন্দু হাসরাঙ্গা, আকিলা ধনাঞ্জয়া, আমিলা আপোন্সো, লাক্সান সান্দাকান, শিহান জয়সুরিয়া, লাহিরু কুমারা, নিরোশান ডিকওয়েলা, ধানুশকা গুনাথিলাকা, দাসুন সানাকা, লাহিরু মাদুশঙ্কা।
২০১৮ সাল পর্যন্ত শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল বিশ্বকাপ দলে বিতাড়িত ছিলেন, এই সফরের দলেও নেই তার নাম। চিকেন পক্সে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে যাওয়া পেসার নুয়ান প্রদীপ ফিরেছেন স্কোয়াডে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শ্রীলঙ্কা স্কোয়াডঃ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল জেনিত পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, শিহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, ধানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোন্সো, লাক্সান সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাহিরু মাদুশঙ্কা।