ভারতে দ্বিতীয় ম্যাচেও ড্র করলো বিসিবি একাদশ

BCB XI 1
Vinkmag ad

ভারতে ড: কে থিম্মপায়া স্মৃতি মাল্টি অল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টে খেলছে বিসিবি একাদশ। ব্যাঙ্গালোরের এম চিন্বস্বামী স্টেডিয়ামে ডঃ ডি ওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে বিসিবি একাদশর মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচটিও ড্রয়ের মাধ্যমে সমাপ্ত হল। ৩৩৭ রানে লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ তিন উইকেটে ১৫৬ রান তুলতেই দুই অধিনায়কের সিদ্ধান্তে আম্পায়ার ম্যাচটি ড্র ঘোষণা করেন।

taskin e1563536298750

৮ উইকেটে ২৭৪ রানে চতুর্থ দিন শেষ করা ড. ডিওয়াই পাতিল একাডেমি আজ শেষদিনে যোগ করেন আরও ৩৭ রান যোগ করেন। ৪২ রানে অপরাজিত থাকা ইকবাল আউট হন ৭২ রান করে। নওশাদের সেঞ্চুরিতে ড. ডিওয়াই একাডেমির সংগ্রহ দাঁড়ায় ৩১১। ৯১ রানে ৫ উইকেট নেন বিসিবি একাদশের পেসার তাসকিন আহমেদ, নাঈম হোসেন দুটি, তাইজুল, মুমিনুল ও শহিদুল নেন একটি করে উইকেট।

বিসিবি একাদশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৭, ৪২ রানেই ফিরে যান দুই ওপেনার জহুরুল ইসলাম ও সাদমান ইসলাম অনিক। এরপর ৭৫ রানের জুটি গড়ে বিসিবি একাদশের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। হাফসেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেকে বিদায় নেন মুমিনুল তবে সফরে দ্বিতীয় অর্ধশতক তুলে নেন শান্ত। মুমিনুলের বিদায়ের পর তাকে সঙ্গ দেন নাঈম শেখ।

36785199 672202203113264 2056567707263827968 n

অর্ধশতকের পথে শান্ত খেলে ৬ টি চার ও ১ টি ছক্কার মার। ৩ উইকেটে ১৫৬ রান তোলার পরেই নিশ্চিত ফল অসম্ভব দেখে দুই অধিনায়কের সিদ্ধান্তে আম্পায়ার ড্র ঘোষণা করেন। শান্ত অপরাজিত থাকেন ৫৯ ও সাইফ হাসান ২১ রানে। এর আগে প্রথম ইনংসে সারদেশাইয়ের সেঞ্চুরিতে ভর করে ৩৩১ রান সংগ্রহ করে ড. ডিওয়াই একাডেমি, বিসিবি একাদশের স্পিনার তাইজুল নেন ৬ উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানের ৮৭ রানের ইমিংসে ভর করে ৩০৬ রানে থামে বিসিবি একাদশ, দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান আসে ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে। ২৫ রানের লিড পাওয়া ড. ডিওয়াই পাতিল একাডেমি দ্বিতীয় ইনিংসে থামেন ৩১১ রানে।

এর আগে বিসিবি একাদশের প্রথম চারদিনের ম্যাচটিও ড্র হয়।

taskin20190718193337

সংক্ষিপ্ত স্কোরঃ

ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি (১ম ইনিংস): ৩৩১/১০ (১০২.৫ ওভার) সারদেশাই ১২৮, শুভম ৫০, আমান ৪৩; তাইজুল ৩৩.৫-৭-১৪৪-৬,তাসকিন ২৩-৫-৪৭-২, শহিদুল ২০-৪-৪২-১, নাঈম ১৮-৩-৭০-১, আরিফুল ৮-৩-১৯-০

বিসিবি একাদশ (১ম ইনিংস): ৩০৬/১০ জহুরুল ৪৪, সাদমান ৪৯, মুমিনুল ১৮, শান্ত ৩৪, সোহান ৮৭, আরিফুল ১৪, সাইফ ২৭, নাঈম ১০, তাইজুল ২, শহিদুল ০, তাসকিন ১; মুকেশ ১৬-২-৬৫-৩

ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি (২য় ইনিংস): ৬৮ ওভারে ২৭৪/৮ নওশাদ ১০৮, ইকবাল ৭২, সরফরাজ ৩৬; তাসকিন ২০-২-৯১-৫, নাঈম ১১.৩-০-৬৬-২, শহিদুল ১৭-৪-৫০-১, মুমিনুল ৩-০-৯-১, তাইজুল ১৯-১-৭৫-১

বিসিবি একাদশ (২য় ইনিংস): ১৫৬/৩ (৫২ ওভার) জহুরুল ১১, সাদমান ১৬, মুমিনুল ৪৫, শান্ত ৫৯*, সাইফ ২১*; আকিব ২১/১

ফলাফলঃ ম্যাচ ড্র

৯৭ প্রতিবেদক

Read Previous

আফগানদের কাছে ১০ উইকেটে হারলো বাংলাদেশ ‘এ’

Read Next

শ্রীলঙ্কা সফরের দলে তাসকিন ও ফরহাদ, অধিনায়ক তামিম

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share