ব্রেন্ডন টেইলরের বক্তব্যে কি বলবে আইসিসি?

taylor
Vinkmag ad

জিম্বাবুয়ের ক্রিকেটের অবস্থা এতোটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে, আইসিসি নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে বোর্ড। আইসিসির সদস্যপদ স্থগিত করা হয়েছে জিম্বাবুয়ের। আইসিসির এমন সিদ্ধান্ত শুনে মর্মাহত জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেইলর। ‘আমাদের দল নির্বাচনে সরকারি হস্তক্ষেপ নেই। জিম্বাবুয়ের ক্রিকেটের সঙ্গে জড়িত শত শত মানুষ বেকার হয়ে পড়বে।’ 

Brendan Taylor

জিম্বাবুয়ের ক্রিকেটের অবস্থা এতোটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে, আইসিসি নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে বোর্ড। আইসিসির সদস্যপদ স্থগিত করা হয়েছে জিম্বাবুয়ের। জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর আইসিসির এই রায় মর্মাহত। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,

‘আইসিসি-তোমাদের রায় শুনে খুবই মর্মাহত হয়েছি। তোমরা জিম্বাবুয়েতে ক্রিকেট স্থগিত করেছ। আমাদের বোর্ড চেয়ারম্যান একজন এমপি হওয়া সত্তেও দল নির্বাচনে সরকারি হস্তক্ষেপ নেই। জেডসি তথা খেলাটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত শত শত সৎ মানুষ, খেলোয়াড়, গ্রাউন্ড স্টাফ বেকার হয়ে পড়বে। শুধু এটুকুই বলতে চাই।’

Brendon Taylor

আইসিসির পূর্ণ সদস্য ছিল জিম্বাবুয়ে। ক্রিকেট বোর্ড পরিচালনায় রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এবার নিষিদ্ধের সঙ্গে সদস্যপদ হারায় জিম্বাবুয়ে ক্রিকেট। এতে করে আইসিসির কাছ থেকে কোনো প্রকার অনুদান পাবে না তারা, এমনকি আইসিসির কোনো ইভেন্টে অংশগ্রহণও করতে পারবে না দল। লন্ডনের আইসিসির বার্ষিক সভায় এমন সিদ্ধান্ত এসেছে।

আবারও দুর্নীতির অভিযোগ, আবারও টালমাটাল জিম্বাবুয়ের ক্রিকেট। গেল মাসে দুর্নীতি তদন্তের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের বর্তমান প্রশাসনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির ক্রীড়া এবং চিত্ত বিনোদন সম্পর্কিত কমিশন (এসআরসি)।

D x3qA0W4AAxt o

পরবর্তীতে তারা একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে। যা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়ম বিরোধী। আর এসব কারণেই আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। আইসিসি সংবিধানের ২.৪ ধারার ‘সি’ ও ‘ডি’ অনুচ্ছদে লঙ্ঘন করেছে তারা।

৯৭ প্রতিবেদক

Read Previous

আফিফের ফিফটিতে ‘এ’ দলের কোনমতে ২০০ পার

Read Next

‘নিউজিল্যান্ডের সেরা নাগরিক’ সম্মানের জন্য মনোনীত বেন স্টোকস!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share