আফিফের ফিফটিতে ‘এ’ দলের কোনমতে ২০০ পার

আফিফ
Vinkmag ad

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করে টপ অর্ডারের ব্যর্থতার পর আফিফের ফিফটিতে ভর করে কোনমতে ২০০ পার করেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দল।

ইমরুল বিজয় মিঠুন সাব্বির

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

ইনিংসের গোড়াপত্তন করতে নামা ইমরুল কায়েস ও শ্রীলঙ্কা সফরে ডাক পাওয়া এনামুল হক বিজয় শুরুটা খারাপ করেননি। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে এই দুজন তোলেন ৫২ রান। ৪০ বলে ২ চার ও ১ ছয়ে ২৮ রান করে ফজল নিয়াজাইয়ের বলে কায়েস আহমেদকে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল কায়েস।

তিনে নেমে ঠিক তিন রান করে করিম জান্নাতের বলে বোল্ড হন মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়ের আউট হবার ধরণও একই রকম (বোল্ড)। ২২ বলে ১ টি করে চার ও ছয়ে ১৯ রান করে করিম জান্নাতের দ্বিতীয় শিকারে পরিণত হন এনামুল হক বিজয়।

৬৩ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ এ দলের বিপদ আরো বাড়ে দলের ৮২ রানের মাথায় সাব্বির রহমান (২৮ বলে ২ চারে ১৫) নাভিন উল হকের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে। স্কোরবোর্ডে ১০০ ওঠার আগেই সাজঘরে চারজন ব্যাটসম্যান।

দলের রান ১০০ পার হবার পরপরই (১০১) অস্বস্তির এক ইনিংস শেষ করেন ফজলে মাহমুদ রাব্বি। ৪১ বলে ৯ রান করে কায়েস আহমেদের বলে এলবিডব্লিউ হন তিনি। ৭ নম্বরে নেমে সুবিধা করতে পারেননি মেহেদী হাসানও। ৬ বলে ১ চারে ৪ রান করে ফেরেন শরফুদ্দিন আশরাফের বলে এলবিডব্লিউ হয়ে।

আফিফ রেজা ফরহাদ

১০৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর ৭ম উইকেট জুটিতে ৬৭ রান যোগ করেন আফিফ হোসেন ধ্রুব ও ফরহাদ রেজা। ৬৫ বলে ২ ছয়ে ৩০ রান করে ফরহাদ রেজা আউট হলে ভাঙে এই জুটি। তবে ঠিকই ফিফটি তুলে নেন আফিফ হোসেন ধ্রুব। ৭১ বলে ৪ চারে ৫৯ রান করে রান আউট হন তিনি ইনিংসের শেষ ওভারে।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান স্কোরবোর্ডে জমা করে বাংলাদেশ ‘এ’ দল।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ‘এ’ দল ২০১/৮ (৫০)

ইমরুল কায়েস ২৮ (৪০), এনামুল হক বিজয় ১৯ (২২), মোহাম্মদ মিঠুন ৩ (১১), সাব্বির রহমান ১৫ (২৮), ফজলে মাহমুদ রাব্বি ৯ (৪১), আফিফ হোসেন ধ্রুব ৫৯ (৭১), মেহেদী হাসান ৪ (৬), ফরহাদ রেজা ৩০ (৬৫), নাজমুল ইসলাম অপু ১৩* (১৮), রুবেল হোসেন ২* (১); নাভিন উল হক ৪৯/২, করিম জান্নাত ১৭/২, ফজল নিয়াজাই ২৬/১, শরফুদ্দিন আশরাফ ২৮/১, কায়েস আহমেদ ৩০/১।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

আইসিসির কাছে কয়েকটি প্রশ্ন রেখে বিদায় বললেন সিকান্দার রাজা

Read Next

ব্রেন্ডন টেইলরের বক্তব্যে কি বলবে আইসিসি?

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share