

ত্রিদেশীয় সিরিজ খেলতে এই প্রথম যুবা টাইগাররা ইংল্যান্ডে। ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ইংল্যান্ড ইয়ং লায়ন্স একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইসিবি পারফরম্যান্স সেন্টার লাফবরোতে ১০৮ রানের বিশাল জয় পায় সফরকারী বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলাররা স্বাগতিকদের থামিয়ে দেয় ১৫১ রানে। আর তাতেই ১০৮ রানের জয় পায় বাংলাদেশ। ইংল্যান্ডে প্রস্তুতিটা যেন বেশ ভালোভাবেই নিলো বাংলাদেশের যুবারা।
২ ছক্কা এবং ৪ বাউন্ডারিতে ৬১ বলে ৬২ রানের ঝলমলে ইনিংস শাহাদাত হোসেনের। মাহমুদুল হাসান জয়ের ২৯, প্রান্তিক নওরোজের ২১, পারভেজ হোসেন ইমনের ২০ রানের ইনিংসগুলোর যোগফলে ইয়াং লায়নসের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
জবাবে বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে ঠিকভাবে যেন উইকেটে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ। স্কোরবোর্ডে ১৫১ রান করতেই শেষ হয়ে যায় ইংল্যান্ড ইয়ং লায়ন্স একাদশের ইনিংস।
বল হাতে ১১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তানজিদ হাসান তাজিম। দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয়, অভিষেক দাস ও শাহিন আলম।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ২৫৯/৮ (৫০ ওভার) তানজিদ ৪২, প্রান্তিক ২১, মাহমুদুল ২৯, হৃদয় ১৫, শাহাদাত ৬২, আকবর ১৭, শামিম ১২, পারভেজ ২০, মৃতুঞ্জয় ১৩*, তাজিম ১*; ডোনেথি ৩/২৭, ব্রুকস ৩/৫৮, মোরলে ১/৩১, কাদরি ১/৫১
ইংল্যান্ড ইয়ং লায়ন্স একাদশ: ১৫১/১০ (৩৯.২ ওভার) আইজাক ০, অ্যালেক্স ০, বিন ০, বেল ৪২, রিভস ১০, ডোনেথি ৫৮, ব্রুকস ১৯, লিওনার্ড ২, কাদরি ১, মোরলে ০, কেলি ৮*; তাজিম ৪/১১, মৃত্যুঞ্জয় ২/২৪, শাহিন ২/৪০, অভিষেক ২/১৬
ফলাফলঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১০৮ রানে জয়ী
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবার আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।
আগামী ২২জুলাই টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ:
তারিখ | বাংলাদেশ সময় | প্রতিপক্ষ | ভেন্যু |
২২ জুলাই, সোমবার | বিকাল ৪টা | ইংল্যান্ড | নিউ রোড, ওরচেস্টার |
২৪ জুলাই, বুধবার | বিকাল ৪টা | ভারত | নিউ রোড, ওরচেস্টার |
২৭ জুলাই, শনিবার | বিকাল ৪টা | ভারত | গ্লুস্টারশায়ার |
২৮ জুলাই, রোববার | বিকাল ৪টা | ইংল্যান্ড | গ্লুস্টারশায়ার |
৩০ জুলাই, মঙ্গলবার | বিকাল ৪টা | ভারত | এসেক্স |
০১ অগাস্ট, বৃহস্পতিবার | বিকাল ৪টা | ইংল্যান্ড | এসেক্স |
০৫ অগাস্ট, সোমবার | বিকাল ৪টা | ইংল্যান্ড | লন্ডন |
০৭ অগাস্ট, বুধবার | বিকাল ৪টা | ভারত | লন্ডন |
১১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে সাসেক্সের হোভ গ্রাউন্ডে।