

২০১৫ বিশ্বকাপের সেরা একাদশ থেকে মাত্র এক ক্রিকেটারের জায়গা হয়েছে ২০১৯ বিশ্বকাপের ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সেরা একাদশে। টানা দুই বিশ্বকাপের সেরা শিকারি মিচেল স্টার্ক। আর তাতেই এই অজি পেসার জায়গা পেয়েছেন ২০১৫ বিশ্বকাপের সেরা একাদশের পর ২০১৯ বিশ্বকাপের সেরা একাদশেও। ২০১৫ বিশ্বকাপে স্টার্ক যোগ করেছিলেন ২২টি উইকেট। দ্বাদশ বিশ্বকাপে দুইবার চার উইকেট আর দুইবার করে পাঁচ উইকেট নিয়েছেন স্টার্ক।
বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) মতো বিশ্বকাপের সেরাদের নিয়ে একাদশ গঠন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
ক্রিকইনফোর সেই সেরা একাদশে তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ের জন্য বাছাই করা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
এই বিশ্বকাপে মিচেল স্টার্ক ১০ ম্যাচে বল করেছেন ৯২.২ ওভার। ৫.৪৩ ইকোনমি রেটে রান দিয়েছেন ৫০২ আর নামের পাশে অর্জন করেছেন ২৭টি উইকেট। এবারের বিশ্বকাপে তার সেরা বোলিং পারফরম্যান্স ২৬ রান খরচায় ৫ উইকেট। চলতি বিশ্বকাপে দুই বার পাঁচ উইকেট নিয়েছেন আর চার উইকেট নিয়েছেন দুই ম্যাচে।
২০১৫ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট উভয়ই নামের পাশে যোগ করেন ২২টি করে উইকেট। আর দু’জনই যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। ২০১৫ বিশ্বকাপে ক্রিকইনফোর করা সেরা একাদশে ছিলেন স্টার্ক।
ইএসপিএনক্রিকইনফোর ২০১৯ বিশ্বকাপের সেরা দল (ব্যাটিং অর্ডার অনুসারে):
জেসন রয় (ইংল্যান্ড)- ৬৩.২০ গড়ে ৪৪৩ রান
রোহিত শর্মা (ভারত)- ৮১.০০ গড়ে ৬৪৮ রান
সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান ও ৩৬.২৭ গড়ে ১১ উইকেট
কেন উইলিয়ামসন (অধিনায়ক) (নিউজিল্যান্ড)- ৮২.৫৭ গড়ে ৫৭৮ রান
বেন স্টোকস (ইংল্যান্ড)- ৬৬.৪২ গড়ে ৪৬৫ রান ও ৩৫.১৪ গড়ে ৭ উইকেট
অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক) (অস্ট্রেলিয়া)- ৬২.৫০ গড়ে ৩৭৫ রান ও ২০ ডিসমিসাল
জিমি নিশাম (নিউজিল্যান্ড)
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ১৮.৫৯ গড়ে ২৭ উইকেট
জফরা আর্চার (ইংল্যান্ড)- ২৩.০৫ গড়ে ২০ উইকেট
লুকি ফার্গুসন (নিউজিল্যান্ড)- ১৯.৪৭ গড়ে ২১ উইকেট
জাসপ্রিত বুমরাহ (ভারত)- ২০.৬১ গড়ে ১৮ উইকেট।
ইএসপিএনক্রিকইনফোর ২০১৫ বিশ্বকাপের সেরা দলঃ
ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক)
মার্টিন গাপটিল
কুমার সাঙ্গাকারা (উইকেট রক্ষক)
স্টিভ স্মিথ
এবি ডি ভিলিয়ার্স
গ্লেন ম্যাক্সওয়েল
কোরি অ্যান্ডারসন/জেমস ফোকনার
ড্যানিয়েল ভিটোরি
ওয়াহাব রিয়াজ
মিচেল স্টার্ক
ট্রেন্ট বোল্ট