জেসন রয় পেলেন ভালো খেলার পুরষ্কার, ছুটি পেলেন স্টোকস-বাটলার

Vinkmag ad

লম্বা সময়ের বিশ্বকাপ মিশন শেষ হল, প্রথমবারের মত শিরোপাও ঘরে তুলেছে ইংলিশরা। তবে ক্রিকেট থেকে ছুটি মিলছেনা এখনই, ব্যস্ত সূচী অপেক্ষা করছে ইংলিশ ক্রিকেটারদের জন্য। আগামী ১ আগস্ট থেকে শুরু হচ্ছে ঐতিহ্যের লড়াই অ্যাশেজ, এর আগেই অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে একটি টেস্ট। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে আয়ারল্যান্ড টেস্ট ও অ্যাশেজের প্রাথমিক স্কোয়াড। বিশ্বকাপ ফর্মের পুরষ্কার পেলেন জেসন রয়, আয়ারল্যান্ডের বিপক্ষে দু-একজনের মিলেছে বিশ্রাম।

featured photo updated 7

আগামী ২৪ জুলাই থেকে লর্ডসে মাঠে গড়াবে আয়ারল্যান্ডের বিপক্ষে চারদিনের টেস্ট ম্যাচটি। টেস্ট অভিষেকের অপেক্ষায় জেসন রয়, বিশ্বকাপে ৭ ইনিংসে ৪৪৩ রানের পুরষ্কারই বলা যায় তার টেস্ট দলে ডাক পাওয়া। ইংল্যান্ডের হয়ে ৮৪ ওয়ানডে ও ৩২ টি-টোয়েন্টি খেলা রয় আছেন অ্যাশেজের প্রাথমিক স্কোয়াডেও।

বিশ্বকাপ সুপার হিরো বেন স্টোকসের সাথে জস বাটলারকে আয়ারল্যান্ড টেস্টে বিশ্রামে দিলেও আছেন অ্যাশেজের প্রাথমিক স্কোয়াডে। অন্যদিকে সাইড স্ট্রেইন ইনজুরিতে ৪-৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে যাওয়া মার্ক উড আয়ারল্যান্ড টেস্টে না থাকলেও আছেন অ্যাশেজের দলে। এদিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে থাকা বোলিং অলরাউন্ডার লুইজ জর্জিও পেয়েছেন প্রথমবারের মত টেস্ট দলে ডাক, আছেন দুই স্কোয়াডেই।

চলতি বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়ে বাড়ি ফেরা বোলার ওলি স্টোনেরও জায়গা মিলেছে আয়ারল্যান্ড টেস্ট ও অ্যাশেজের প্রাথমিক স্কোয়াডে। সাদা বলে আস্থার প্রতিদান দিয়ে দলের বিশ্বকাপ জয়ে অনন্য ভূমিকা রাখা পেসার জফরা আর্চারকে এখনই টেস্ট দলের জন্য বিবেচনা করেনি ইংলিশ বোর্ড। তবে দুর্দান্ত পারফরম্যান্সের মিলেছে পুরষ্কার, আগামী ১২ মাসের জন্য ইংল্যান্ড বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন বারবাডোজে জন্ম নেওয়া পেসার।

আয়ারল্যান্ড টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াডঃ

জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্ট্রুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কুরান, জো ডেনলি, লুইজ জর্জি, জ্যাক লিচ, জেসন রয়, ওলি স্টোন, ক্রিস ওকস।

অ্যাশেজের প্রাথমিক স্কোয়াডঃ

মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্ট্রুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো ডেনলি, লুইজ জর্জি, জ্যাক লিচ, জো রুট, জেসন রয়, বেন স্টকস, ওলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।

৯৭ ডেস্ক

Read Previous

বিপিএলে খুলনা টাইটান্স শিবিরে ওয়াটসন

Read Next

কোহলির মতামতের প্রাধান্যতা কমতে শুরু করেছে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share