
আন-অফিসিয়াল চারদিনের সিরিজে আফাগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে যাচ্ছেতাই ফল করেছে বাংলাদেশ ‘এ’ দল। চারদিনের সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে শক্তিশালী স্কোয়াডই দিয়েছে বিসিবি, যেখানে প্রথম দুই ম্যাচের জন্য আছে শ্রীলঙ্কার সিরিজের চারজনও। মূলত শ্রীলঙ্কায় যাওয়ার আগে ওই চারজকে পর্যাপ্ত ম্যাচ অনুশীলনের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত।

খুলনায় প্রথম চারদিনের ম্যাচে ৭ উইকেটে হার, চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত ড্র হওয়া ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। চারদিনের ম্যাচের সিরিজ হারা বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াড ঘোষণা হয়েছে পূর্ণ শক্তি নিয়েই। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, রুবেল হোসেনদের মত ক্রিকেটাররা আছেন দলে। বিশ্বকাপ দলে থাকলেও রুবেল, সাব্বির, মিথুনরা ছিলেননা পর্যাপ্ত ম্যাচের মধ্যে, আর এনামুলতো জাতীয় দলের জার্সি পরেছেন একবছর আগে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তাই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ দিতেই তাদের ‘এ’ দলের স্কোয়াডে অন্তর্ভূক্তি জানালেন ‘এ’ দলের ম্যানেজার ও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।
এদিকে আসন্ন শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় দল রওয়ানা দিবে ২০ জুলাই। কিন্তু এনামুল হক বিজয়, সাব্বির রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ মিথুন যাবেন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে খেলে। ‘এ’ দলের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, শেষ দুটি সাভারে। ঘোষিত স্কোয়াডে জায়গা মিলেছে আবু হায়দার রনি, আফিফ হোসেন, মেহেদী হাসানদের মত প্রতিভাবানদের। সুযোগ পেয়েছেন ফরহাদ রেজা, আবু জায়েদ রাহী, ফজলে রাব্বিরাও।

‘এ’ দলে ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে চমক হিসেবে আছেন চট্টগ্রাম থেকে উঠে আসা তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে আগামী ১৯, ২১ ও ২৪ তারিখ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম তিনটি একদিনের ম্যাচে মাঠে নামবে ইমরুল কায়েসের বাংলাদেশ ‘এ’। বিজয়, সাব্বির, মিথুন, রুবেলরা ১৯ ও ২১ তারিখের ম্যাচ দুটো খেলে চড়বেন শ্রীলঙ্কার বিমানে। শ্রীলঙ্কায় আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলঃ
এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, আফিফ হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, মিঠুন আলী, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহী, ফজলে রাব্বি, নাঈম শেখ, নাজমুল অপু, আবু হায়দার রনি, মেহেদী হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি।