
বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের পর প্রধান নির্বাচকের পদে আর থাকবেন না। বিশ্বকাপ শেষে ইনজামাম-উল-হক সরে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে। চলতি মাসের ৩০ তারিখে তার চুক্তির মেয়াদ শেষ হবে। আজ বুধবার (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে মেয়াদ শেষে দায়িত্বে না থাকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।
বিশ্বকাপের কথা বিবেচনা করে জুলাই ৩১ তারিখ পর্যন্ত বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ বাড়ায় পিসিবি। নতুন নির্বাচকরা যেন গুছিয়ে উঠার সময় পান সেজন্য আগেভাগেই দায়িত্ব ছাড়ার কথা জানালেন ইনজামাম। সংবাদ সম্মেলনে ইনজামাম বলেন,
‘আমি মনে করি সরে যাওয়ার এটাই সময়। তবে আমি ৩০ জুলাই পর্যন্ত মেয়াদ পূর্ণ করবো। ক্রিকেট আমার আবেগের জায়গা। কিন্তু আমি আর নির্বাচন প্রক্রিয়ার অংশ হতে চাই না।’
পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে তারা। বিশ্বকাপে ব্যর্থ হওয়ার কারণে প্রধান নির্বাচক ইনজামাম উল হকের সঙ্গে প্রধান নির্বাচকের চুক্তি নবায়ন করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে ইনজামাম বললেন,
‘দুর্ভাগ্যজনকভাবে আমরা বিশ্বকাপের প্রথম ম্যাচটি হেরে যাই এবং এতেই আমরা রান রেটে অনেক পিছিয়ে পড়ি, যা পরের পথটা কঠিন করে দেয়।’
এছাড়াও বিশ্বকাপে ব্যর্থতার পর মিকি আর্থারকে আর রাখতে চাইছে না পিসিবি। বাড়ানো হবে না চুক্তি। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে তার পরিবর্তে সাবেক ইংল্যান্ড কোচ জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার এবং লিজেন্ডারি অফ স্পিনার সাকলাইন মুশতাক এগিয়ে আছেন।