‘এখনো জানি না, দলের সঙ্গে কী হিসেবে আছি’

sujon
Vinkmag ad

দুদিন আগেই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, খালেদ মাহমুদ সুজন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের হেড কোচ। খালেদ মাহমুদ সুজনের অধীনেই আজ অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। কিন্তু সংবাদমাধ্যমকে আজ সুজন জানালেন অবাক করা তথ্য! ‘বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ দলে আমার ভূমিকা কী’।

88ac910ec12bb70cf3fab0a788c76f28 new thumb

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দেশের মাটিতে তিন দিন অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বুধবার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ দলের অন্তর্বর্তী কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে শুরু হয় সেই অনুশীলন। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সামনে সুজন যেন সবাইকে অবাক করে দিলেন। তার সাথে বিসিবির নতুন সম্পর্কের বিষয়ে সুজন বললেন,

‘আমার সঙ্গে এখনো কোনো কথা হয়নি এ ব্যাপারে। বোর্ড আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। আকরাম ভাই আমাকে বলেছেন, তুই আপাতত দেখাশোনা কর। যেহেতু এখন আমাদের কোচ নেই। এ কারণে দেখাশোনা করা। বোর্ড এখন পর্যন্ত আমার সঙ্গে অফিশিয়ালি যোগাযোগ করেনি।’

tamim 161

নতুন কোচ না আসা অবধি টাইগারদের কোচের দায়িত্ব পালন করবেন সুজন। সুজন আরও জানালেন তার সঙ্গে অফিসিয়ালি কোন যোগাযোগ হয়নি বোর্ডের,

‘সবচেয়ে বড় কথা, আমি এত দিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছি। দেশের স্বার্থে আমি সব সময়ই কাজ করি। দেশের প্রয়োজনে আমি কাজ করছি। তবে এখনো আমার সঙ্গে সেভাবে যোগাযোগ হয়নি। এখনো জানি না, কী হিসেবে আছি। এর মধ্যে আমরা নতুন কোচ পেয়েও যেতে পারি। এমন যদি হয়, তাহলে তো ভালোই। আপাতত এই দুই-তিন দিন ট্রেনিং সেশনে কাজ করব। যাওয়ার আগে বোঝা যাবে কী হবে না হবে। আপাতত যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই করছি। যেহেতু দলের সঙ্গে থাকি, কোচ হিসেবে না থাকলেও ম্যানেজার হিসেবে থাকতাম। দায়িত্বে তো থাকিই। ওইভাবেই আসলে আর যেহেতু আকরাম ভাই বলেছেন। সেভাবেই কাজ করছি।’

Tigers ready1

টাইগারদের নিয়ে কাজ করার সুবিধার্থেই লম্বা সময়ের জন্য কোচ হতে আগ্রহী তিনি,

‘সব কোচের স্বল্প মেয়াদে কিংবা দীর্ঘ মেয়াদে পরিকল্পনা থাকে। স্টিভ রোডস যখন বাংলাদেশে এসেছিল তার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ভালো যায়নি। এরপর কিন্তু বাংলাদেশ তার অধীনে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে। ভালো পরিকল্পনা করতে সময়ের প্রয়োজন হয়। যে কোনো কোচের কাছে এ সময়টা থাকে। যদিও আমি বাংলাদেশ দলের পরিকল্পনা সম্পর্কে জানি। দলের সঙ্গে আমি এত দিন ধরে আছি। তবুও দীর্ঘ সময় সুযোগ পেলে যে কোনো মানুষের জন্য কাজ করতে সুবিধা হয়।’

৯৭ প্রতিবেদক

Read Previous

‘আমার ৫-৬ টা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো’

Read Next

নির্বাচকের পদকে বিদায় বললেন ইনজামাম

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share