তিনে কে হচ্ছেন সাকিবের বিকল্প?

Vinkmag ad

এক সাকিব আল হাসানের অনুপস্থিতি কতটা ভোগায় দলকে সেটা আসন্ন শ্রীলঙ্কা সফরের আগেই আরেকবার টের পাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। সাকিবকে ছুটিতে পাঠিয়ে নিতে হচ্ছে বাড়তি একজন ব্যাটসম্যান ও বোলার। বিকল্প হিসেবে কাউকে নেওয়া গেলেও তার চাহিদা পূরণ আসলেই কারও পক্ষে সম্ভব নয়। ফলে দলের তিন নম্বর পজিশনে কে খেলবে নেওয়া হয়নি এখনো সিদ্ধান্ত।

সাকিব 3
ছবিঃ ক্রিকেট৯৭

যেকোন দলের ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গাটি বহন করে বিশাল এক দায়িত্ব। মূলত দলের সেরা ব্যাটসম্যানটিই খেলেন ওই পজিশনে, আর বাংলাদেশ দলের সেই জায়গাটি নিয়েই ছিল বেশ সংশয়। চাহিদা পূরণ করতে পারছিলেন না কেউই, মুশফিক, রিয়াদ, সৌম্য, এমনকি সাব্বির রহমানকে দিয়েও করা হয়েছে চেষ্টা।

যদিও সাকিব আল হাসানে আস্থা ছিলনা টিম ম্যানেজমেন্টের, ২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে তিন নম্বরে নেমে খালি হাতে ফেরাই হয়তো ছিল সুযোগ না পাওয়ার মূল কারণ। তবে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওয়ানডেতে আবার মিলেছে সুযোগ, করেছেন ২৯ রান তবে জায়গা পোক্ত হয়নি সাকিবের।

২০১৮ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকে সেই যে তিন নম্বরে ব্যাট হাতে নামা শুরু করলেন আর ‘ছাড়েননি’। ছাড়েননি শব্দটি ব্যবহারের কারণ এই পজিশনটা অনেকটা জোর করেই নিতে হয়েছে সাকিবকে। নিয়মিত পাঁচে নামা সাকিব ম্যানেজমেন্টকে অনেক অনুরোধের পরই পেয়েছেন তিনে নামার অনুমতি। আর ফল হিসেবে এনে দিয়েছেন দুর্দান্ত সাফল্য।

এখনো পর্যন্ত ২৩ ম্যাচে তিন নম্বরে নেমে ৫৮.৮৫ গড়ে রান করেছেন ১৩২৬ যেখানে ক্যারিয়ার গড় ৩৭.৮৬! সদ্য সমাপ্ত বিশ্বকাপে তো তিন নম্বরে নামা সাকিবের ব্যাটে ছুটেছে রানের ফোয়ারাই। ৮ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ৮৬.৫৭ গড়ে রান করেছেন ৬০৬। কিন্তু ব্যক্তিগত কারণে ছুটি নেওয়া সাকিব যাচ্ছেনা শ্রীলঙ্কা সফরে, ফলে তিন নম্বরে তার জায়গা নেবেন কে?

বিজয় মিঠুন সৌম্য

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন এখনই নিশ্চিত নয় কে খেলবে তিনে, তবে চোখ থাকছে তিনজনে। এর আগে ১২ ম্যাচে তিনে ব্যাটিং করা সৌম্য ও ২ ম্যাচে তিনে ব্যাটিং করা মোহাম্মদ মিঠুনের সাথে ভাবনায় আছেন ক্যারিয়ারে তিনে ব্যাট করার অভিজ্ঞতা একদমই না থাকা এনামুল হক বিজয়। ব্যাটিং গড় বিবেচনায় নিলে সৌম্যই থাকবেন এগিয়ে ৩৬.৯১ গড়ে ১২ ইনিংসে রান করেছেন ৪৩৯ যেখানে ২ ইনিংসে মিঠুনের রান ১৩.৫০ গড়ে ২৭!

তামিমের সাথে এনামুল ওপেন করলে তিনে খেলবে বাকী দুজনের একজন, সৌম্য ওপেন করলে বিজয়-মিঠুনের একজন নামবেন তিনে অনেকটা এমনই পরিকল্পনা টিম ম্যানেজম্যান্টের। এ প্রসঙ্গে মিনহাজুল আবেদীন বলেন, ‘ তিনে কে খেলবে এটা এখনই নিশ্চিত করে বলতে পারছিনা। প্রতিপক্ষ বোলিং লাইনআপ, কন্ডিশন বিবেচনায় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে কে ওপেন করবে আর কে তিনে নামবে। তবে এক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে তিনজনকে ভাবছি, সৌম্য, মিঠুন ও এনামুল। বিশ্বকাপে লিটন যেমন নিচে নেমে খেলেছে এখানেও কাউকে নিজের জায়গা বদল করে খেলতে হতে পারে।’

৯৭ ডেস্ক

Read Previous

বেন স্টোকস হবেন ‘স্যার’

Read Next

শচীনের বিশ্বকাপের সেরা একাদশে ‘৫’ ভারতীয়, টুইটারে হাস্যরস

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share