

নিঃসন্দেহে ইংল্যান্ডের শিরোপা জয়ের নায়ক বেন স্টোকস। লন্ডনের ওভালে বিশ্বজয় উদ্যাপন করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এ অনুষ্ঠানে সাংবাদিকদের ইংলিশ তারকা শেষ বলের অনুভূতি জানিয়েছেন। তাঁর নাকি ওই মুহূর্তে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বেঙ্গালুরুতে সেই বাংলাদেশ-ভারত ম্যাচের কথা মনে হচ্ছিল। ওই কথা মাথায় আসতেই তড়িঘড়ি করে হিরো সাজতে চাননি স্টোকস।
২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে মাত্র এক রানে হারে বাংলাদেশ। জয়ের জন্য শেষ ওভারে টাইগারদের দরকার ছিল ১১ রান। প্রথম তিন বলে ৯ রান তুলে ফেলেন মুশফিক-মাহমুদউল্লাহ। পরে বাউন্ডারি মেরে দলকে জেতাতে গিয়ে চতুর্থ বলে মুশফিক এবং পঞ্চম বলে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ। ফলে এক রানে জিতে সেমিফাইনালে ওঠে ভারত।
ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে একই অবস্থায় পতিত হন স্টোকস। তবে স্ট্রোক খেলতে গিয়ে ভুল করেননি তিনি। কারণ মুশফিকের কথা মনে পড়ে তার।
ওই দিনের কথা মনে করেই ‘হিরো’ হতে চাননি স্টোকস,
“আমি সত্যিকার অর্থে চিন্তা করেছি, ৫ম বলের আগে। আমি শুধু ভাবছিলাম বাংলাদেশের কথা। ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে তাদের এত রানই লাগতো, তবে তাড়া উড়ে মারতে গিয়ে আউট হয়েছিল। আমি শুধু ভাবছিলাম, ক্যাচ আউট হওয়া যাবে না। কমপক্ষে সুপার ওভারে নিয়ে যাও ম্যাচটা। এরপর যদি গ্যাপে খেলতে পারি, তাহলে দুইও হতে পারে।”
ইএসপিএনক্রিকইনফোকে আরও বলেছেন স্টোকস,
“আমি এ প্রক্রিয়াতেই চলছিলাম। শুধু আকাশে তুলে ক্যাচ তোলা যাবে না। ছয় মেরে হিরো সাজার দরকার নেই। যদি দুই হয়ে যেতো, এবং এসব (নাটক) না হতো! আমার আবেগ অনেক বেশি ছিল তখন। ওই দশ মিনিটের বিরতির জন্য ড্রেসিংরুমে ফেরার সময় আমি নিজেকে নিয়ে সন্তুষ্ট ছিলাম না খুব একটা।”