বিজয়কে নিয়ে, রাহিকে বাদ দিয়ে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড

Vinkmag ad

মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৯ বিশ্বকাপ স্কোয়াডে থাকা আবু জায়েদ চৌধুরী রাহি বাদ পড়েছেন। দলে ঢুকেছেন এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম।

199843
ফাইল ছবি

তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয় ছাড়া ১৪ সদস্যের দলের বাকি ১২ জনই ছিলেন ২০১৯ বিশ্বকাপ স্কোয়াডের অংশ। সাকিব আল হাসান বিশ্রাম চেয়ে নিয়েছেন, লিটন কুমার দাস বিয়ের কারণে ছুটি নিয়েছেন। তাই এই দুইজন নেই ১৪ সদস্যের দলে।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে একজন বাঁহাতি স্পিনার দলে রাখতে চেয়েছেন নির্বাচকরা। সেক্ষেত্রে মিনি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত খেলতে থাকা তাইজুল ইসলাম নজর কেড়েছেন। আর লিটন দাসের অনুপস্থিতিতে এনামুল হক বিজয়কে বিবেচনা করেছেন তাঁরা। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১ম চারদিনের ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন বিজয়। রানের মধ্যে না থাকা ইমরুল কায়েস থেকেছেন আরো একবার উপেক্ষিত।

বিশ্বকাপ স্কোয়াডের অংশ হয়ে ইংল্যান্ডে যেয়ে এক ম্যাচও খেলতে না পারা আবু জায়েদ চৌধুরী রাহিকে শ্রীলঙ্কা সফরের জন্য বিবেচনা করেননি নির্বাচকরা।

photo 1557917897
ফাইল ছবি

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল-

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয়।

দলে ঢুকলেন যারা-

এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম।

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন-

আবু জায়েদ চৌধুরী রাহি।

ছুটিতে থাকার কারণে স্কোয়াডে নেই-

সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।

সফরসূচিঃ

বাংলাদেশ শ্রীলঙ্কা পৌঁছাবে- ২৩ জুলাই

১ম ওয়ানডে- ২৬ জুলাই, আর. প্রেমাদাসা স্টেডিয়াম
২য় ওয়ানডে- ২৮ জুলাই, আর. প্রেমাদাসা স্টেডিয়াম
৩য় ওয়ানডে- ৩১ জুলাই, আর. প্রেমাদাসা স্টেডিয়াম

বাংলাদেশ দল শ্রীলঙ্কা ত্যাগ করবে- ১ আগস্ট।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

হেড কোচ সহ ‘৭’ পদের জন্য বিজ্ঞাপন দিচ্ছে ভারতীয় বোর্ড

Read Next

তাইজুল-তাসকিনদের বদৌলতে বিসিবি একাদশের ভাল শুরু

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share