

লর্ডসে রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনালের রেশ কাটেনি এখনো, এখনো হয়তো অনেকে বুঁদ হয়ে আছেন দুর্দান্ত ফাইনালের শেষ এক ঘন্টায়। যেখানে দুদলই শিরোপা জিততে নিজেদের নিংড়ে দিয়েছেন , প্রতি বলেই পরিবর্তন হয়েছে সম্ভাব্য বিজয়ী দলের নাম। সমানে সমানে থেকেও আইসিসির অদ্ভুত নিয়মে হেরেছে নিউজিল্যান্ড, প্রথমবারের মত বিশ্বকাপ ঘরে তুলেছেন ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ড। তবে অমন নিয়মের সমালোচনায় মুখর পুরো ক্রিকেট বিশ্ব, এবার আইসিসিকে খোঁচা দিলেন স্কট স্টাইরিস।
২৪২ রানের লক্ষ্য তাড়ায় উত্তেজনা ছড়িয়ে ইংল্যান্ড করতের পেরেছে ঠিক ২৪১ রানই। টাই হওয়া ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে কিন্তু রোমাঞ্চের বাকি আরও, সুপার ওভারও হয়েছে টাই। তবে শিরোপা পাচ্ছে কে, কীভাবেইবা সমাধান হবে শিরোপা বিজয়ীর?
বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দর্শকদের, আগেই নিয়ম করে রাখা আইসিসি আইনে বিজয়ী ইংল্যান্ডই। কারণ সুপার ওভার ছাড়া দুদলের শেষ হওয়া ইনিংসে বাউন্ডারি বেশি ছিল ইংল্যান্ডেরই। আইসিসি নিয়মে সুপার ওভারেও খেলার সমাধান না হলে বাউন্ডারি সংখ্যা দিয়ে নির্ধারিত হবে বিজয়ী। কিন্তু এই অদ্ভুত নিয়মের বেশ কড়া সমালোচনাই করেছেন ক্রিকেট রথী-মহারথীরা।
সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞ, বিশ্লেষকদের চোখে বাউন্ডারি নিয়মটি ছিল অন্যায়। অন্তত এমন ম্যাচে জয়ী বলতে হয় দুই দলকেই। প্রয়োজনে আরও একটি সুপার ওভার আয়জনের পক্ষেও মত ছিল অনেকের। বাউন্ডারি বিবেচনায় জিতেছে ইংল্যান্ড কিন্তু উইকেট বিবেচনা করলে আবার নিউজিল্যান্ডেরই জেতার কথা ছিল। সোজা কথায় এমন ম্যাচে কাউইকেই হারানোর পক্ষে নয়, বিশেষজ্ঞদের মত শিরোপা ভাগাভাগিতেই।

সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান স্কট স্টাইরিসতো আইসিসির এমন নিয়মকে তামাশা বলেও টুইট করেছেন, ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে আবার ফিরতি টুইটে সমাধান জানতে চেয়েছেন স্টাইরিসের কাছে। ফাইনালের পরই আইসিসিকে উদ্দেশ্য করে টুইটারে স্টাইরিস লিখেন, ‘ভালো কাজ করেছে আইসিসি, এটি একটি তামাশা।’
Nice work @ICC … you are a joke!!!
— Scott Styris (@scottbstyris) July 14, 2019
তার করা পোস্টে জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে সমাধান জানতে চেয়ে লিখেন, ‘শুধু জানার আগ্রহ থেকে বলছি। আপনি হলে কীভাবে এটি সমাধান করতেন স্কট? আরও একটি সুপার ওভার? উইকেট সংখ্যা বিবেচনা নাকি শিরোপা ভাগাভাগি?’
Shared. This isnt franchise cricket, nor is it a match to find a winner to advance a stage. It was two fabulous teams who battled for 100 overs. Simply a tie https://t.co/PywsqHrDRE
— Scott Styris (@scottbstyris) July 15, 2019
উত্তরে স্টাইরিস আবার সোজাসুজি লিখেছেন ভাগাভাগিতেই যেতেন তিনি, ‘অবশ্যই ভাগাভাগি। এটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নয় কিংবা পরের পর্বে উতরানোর জন্য বিজয়ী বের করতেই হবে এমন কিছুও ছিলনা। দুর্দান্ত দুটি দল ছিল যারা যারা ১০০ ওভার অসাধারণ লড়াই করেছে। সহজভাবে ভাগাভাগিই শ্রেয়।’