চট্টগ্রামে সূর্য হাসলেও হাসেনি বিজয়দের ব্যাট

featured photo updated 6

টানা বর্ষণে বন্দর নগরী সূর্যের আলো দেখেনি সপ্তাহ খানেকের বেশি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচে প্রথম তিনদিনে বল গড়িয়েছিলো মাত্র ৪১ ওভার। কেবল আজ (১৫ জুলাই) শেষদিনেই খেলা হয়েছে নির্ধারিত পুরো ওভার, খুলনার পর চট্টগ্রামেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা, ভালো শুরুর পরও থেমেছে স্বল্পতেই। ড্র হওয়া ম্যাচে যেটুকু সুযোগ পেয়েছে বাংলাদেশী বোলারদের পরীক্ষা নিয়েছে আফগান ব্যাটসম্যানরা।

ctg

তৃতীয় দিন শেষে অপরাজিত থাকা বাংলাদেশ ‘এ’ ব্যাটসম্যান রকিবুল হাসান ও ফজলে রাব্বি মাহমুদ তাদের ১২ রানের জুটিতে যোগ করেন আরও ৩২ রান। ৩ রানে অপরাজিত থাকা ফজলে রাব্বি ১৫ রান করে ফেরেন ইয়েমেন আহমেদজাইয়ের শিকার হয়ে, এরপর নিয়মিত বিরতিতেই পড়তে থাকে উইকেট। ৩৮ রানে দিনশুরু করা রকিবুল ফেরেন ৬১ রান করে, এরপর আর কেউ ক্রিজে দাঁড়াতেই পারেনি।

দুই উইকেটে ১১২ রান নিয়ে দিনশুরু করা বাংলাদেশ অলআউট ঠিক ২০০ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান আসে মোহাম্মদ নাইমের ব্যাট থেকে, দ্বিতীয় সর্বোচ্চ রকিবুলের ৬১। এদুজন ছাড়া ২০ বা এর বেশি রানই করতে পারেনি আর কেউ, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এনামুল ফিরেছেন ১৬ রান করে। আফগানদের হয়ে কায়েস আহমেদ, ইয়েমেন আহমেদজাই, সরাফউদ্দিন আশরাফ তিনটি ও নাভিন উল হক একটি উইকেট নেন।

জবাবে শেষদিনে ৪৪ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আফগানিস্তান ব্যাটসম্যানরা করেছে ২ উইকেটে ১৬৩ রান। দলীয় ২৮ রানে ওপেনার উসমান গনি (৯) ফিরে গেলেও বহির শাহ ও ইব্রাহিম জারদানের ১৩৩ রানের জুটিতে বেশ ভালো অবস্থানে থাকে আফগানিস্তান ‘এ’ দল। দিনের শেষ ওভারের প্রথম বলে রান আউটে কাটা পড়ে মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস করেন ইব্রাহিম জাদরান। ১১০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৯৬ রানের ইনিংসটি খেলেন জাদরান, ফিফটি পেয়েছে বহির শাহও (৫২)। বাংলাদেশের হয়ে একটি উইকেট নেন তানভীর ইসলাম। ম্যাচটি ড্র হয়, তবে পারফরম্যান্স নিয়ে শঙ্কার জায়গা আছে বাংলাদেশ ‘এ’ দলের।

প্রসঙ্গত খুলনায় প্রথম চারদিনের ম্যাচ জেতা আফগানরা জিতেছে সিরিজ। সফরে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে আফগানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৯,২১ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ। বাকী দুটি ম্যাচ সাভারের বিকেএসপিতে ২৭ ও ২৯ জুলাই অনুষ্ঠিত হবে।

৯৭ ডেস্ক

Read Previous

আইসিসি প্রকাশ করল ‘টিম অফ দ্যা টুর্নামেন্ট’

Read Next

আইসিসিকে স্টাইরিসের খোঁচা, সমাধান চেয়েছেন হার্শা ভোগলে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share