আইসিসি প্রকাশ করল ‘টিম অফ দ্যা টুর্নামেন্ট’

ইংল্যান্ড চ্যাম্পিয়ন
Vinkmag ad

১০ দলের মোট ৪৮ ম্যাচ শেষে গতকাল (১৪ জুলাই) লর্ডসে রোমাঞ্চকর ফাইনাল শেষে ক্রিকেট বিশ্ব পেয়েছে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট শেষে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) প্রকাশ করেছে ‘টিম অফ দ্যা টুর্নামেন্ট’। যেখানে একমাত্র বাংলাদেশি হিসাবে আছেন সাকিব আল হাসান।

292288

একাদশে সর্বোচ্চ ৪ জন ইংল্যান্ডের, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের ২ জন করে ও বাংলাদেশের আছেন ১ জন। পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে নেই কোন ক্রিকেটার।

১. রোহিত শর্মা (ভারত):

ম্যাচ- ৯, রান- ৬৪৮, ব্যাটিং গড় ৮১.০০, স্ট্রাইক রেট ৯৮.৩৩, সেঞ্চুরি-৫, ফিফটি- ১, সেরা- ১৪০।

২. জেসন রয় (ইংল্যান্ড)

ম্যাচ- ৮, রান- ৪৪৩, ব্যাটিং গড়- ৬৩.২৮, স্ট্রাইক রেট- ১১৫.৩৬, সেঞ্চুরি- ১, ফিফটি- ৪, সেরা- ১৫৩।

৩. কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউজিল্যান্ড)

ম্যাচ- ১০, রান- ৫৭৮, ব্যাটিং গড়- ৮২.৫৭, স্ট্রাইক রেট- ৭৪.৯৬, সেঞ্চুরি- ২, ফিফটি- ২, সেরা- ১৪৮।

৪. জো রুট (ইংল্যান্ড)

ম্যাচ- ১১, রান- ৫৫৬, ব্যাটিং গড়- ৬১.৭৭, স্ট্রাইক রেট- ৮৯.৫৩, সেঞ্চুরি- ২, ফিফটি- ৩, সেরা- ১০৭।

সাকিব ২ 1
ছবিঃ ক্রিকেট৯৭

৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)

ম্যাচ- ৮, রান- ৬০৬, ব্যাটিং গড়- ৮৬.৫৭, স্ট্রাইক রেট- ৯৬.০৩, সেঞ্চুরি- ২, ফিফটি- ৫, সেরা- ১২৪*; উইকেট- ১১, বোলিং গড়- ৩৬.২৭, ইকোনমি- ৫.৩৯, সেরা- ২৯/৫।

৬. বেন স্টোকস (ইংল্যান্ড)

ম্যাচ- ১১, রান- ৪৬৫, ব্যাটিং গর- ৬৬.৪২, স্ট্রাইক রেট ৯৩.১৮, সেঞ্চুরি নেই, ফিফটি ৫, সেরা- ৮৯; উইকেট- ৭, বোলিং গড়- ৩৫.১৪, ইকোনমি-৪.৮৩, সেরা- ২৩/৩।

৭. অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া)

ম্যাচ- ১০, রান- ৩৭৫, ব্যাটিং গড়- ৬২.৫০, স্ট্রাইক রেট- ১০৪.১৬, সেঞ্চুরি- নেই, ফিফটি- ৩, সেরা- ৮৫,; ক্যাচ- ১৮, স্টাম্পিং- ২।

৮. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

ম্যাচ- ১০, উইকেট- ২৭, বোলিং গড়- ১৮.৫৯, ইকোনমি- ৫.৪৩, স্ট্রাইক রেট- ২০.৫, সেরা ২৬/৫,ইনিংসে ৪ উইকেট- ৪ বার।

৯. জফরা আর্চার (ইংল্যান্ড)

ম্যাচ- ১১, উইকেট- ২০, বোলিং গড়- ২৩.০৫, ইকোনমি-৪.৫৭, স্ট্রাইক রেট- ৩০.২, সেরা- ২৭/৩, ইনিংসে ৪ উইকেট- নেই।

১০. লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)

ম্যাচ- ৯, উইকেট- ২১, বোলিং গড়- ১৯.৪৭, ইকোনমি- ৪.৮৮, স্ট্রাইক রেট- ২৩.৯, সেরা ৩৭/৪, ইনিংসে ৪ উইকেট- ১ বার।

১১. জাসপীত বুমরাহ (ভারত)

ম্যাচ- ৯, উইকেট- ১৮, বোলিং গড়- ২০.৬১, ইকোনমি- ৪.৪১, স্ট্রাইক রেট- ২৮.০, সেরা- ৫৫/৪, ইনিংসে চার উইকেট- ১ বার।

একনজরে আইসিসি টিম অফ দ্যা টুর্নামেন্ট-

জেসন রয়, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জো রুট, সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জফরা আর্চার, লকি ফার্গুসন ও জাসপ্রীত বুমরাহ।

দ্বাদশ ক্রিকেটার- ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

শ্রীলঙ্কা সফরে তামিম’দের নতুন ব্যাটিং পরামর্শক

Read Next

চট্টগ্রামে সূর্য হাসলেও হাসেনি বিজয়দের ব্যাট

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share