শ্রীলঙ্কা সফরে তামিম’দের নতুন ব্যাটিং পরামর্শক

67200738 1224946157629351 9126090091297505280 n
Vinkmag ad

বিশ্বকাপের পর বাংলাদেশের কোচ স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় বিসিবির। আপাতত কোচ শূন্য বাংলাদেশ দল। এই মাসেই বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে। তাই শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশের সাময়িক সময়ের জন্য কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর

আজ মিরপুরে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

66661641 2837955276245580 2786743264621887488 n

স্টিভ রোডসের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সময়ে কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।

ভারতীয় কোচ ওয়াসিম জাফর বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবেন ব্যাটিং কোচ হয়ে। গত মে মাসেই ওয়াসিম জাফরকে বাংলাদেশের হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচ করে আনা হয়েছিল। এবার জাতীয় দলের সঙ্গে ব্যাটিং কোচ না থাকায় তাঁকে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এছাড়া শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন শ্রীলংকার চাম্পাকা রামানায়েকে।

coach20190715100907

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইংলিশ কোচ স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার সঙ্গে দুই বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং সুনিল জোসির সঙ্গেও চুক্তি নবায়ন করা হয়নি। পাশাপাশি ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন না ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। এমতাবস্থায় বিকল্প ভাবতে হচ্ছে বাংলাদেশকে। সময় কম হওয়ায় স্থায়ী কোচ নিয়োগ দেওয়া আদৌ সম্ভব নয় বলে তাই ‘ভারপ্রাপ্ত কোচ’ দিয়েই শ্রীলঙ্কা সফর শেষ করবে বাংলাদেশ।

কয়েকদিনের মধ্যে এই সিরিজের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। মূল সিরিজের আগে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলবেন মাশরাফিরা। যার জন্য আগামী ২০ জুলাই দেশ ছাড়বেন টাইগাররা।

৯৭ প্রতিবেদক

Read Previous

‘উইলিয়ামসনকে বলেছি, আজীবন ক্ষমা চেয়ে যাব’

Read Next

আইসিসি প্রকাশ করল ‘টিম অফ দ্যা টুর্নামেন্ট’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share