সায়মন টাফেলের ভয়াবহ অভিযোগঃ ‘পরিষ্কার ভুল সিদ্ধান্ত’!

Vinkmag ad

সায়মন টাফেলকে মনে আছে? সাবেক আন্তর্জাতিক এই আম্পায়ার ভয়াবহ এক অভিযোগ এনেছেন। এমসিসির আইন প্রণেতাদের উপ কমিটির সদস্য সায়মন টাফেলের মতে ওভার থ্রোর রান দিতে গিয়ে অনফিল্ড আম্পায়ার পরিষ্কার ভুল করেছেন। তাঁর মতে ইংল্যান্ডকে ৬ রান দেওয়া হয়েছে, যেখানে দেবার কথা ৫ রান!

D f7cotUcAAXTO6

ইংল্যান্ডের তখন বিশ্ব চ্যাম্পিয়ন হতে লাগে ৩ বলে ৯ রান। বেন স্টোকস বল ব্যাটে লাগিয়ে দুই রান নিতে উদ্যত হয়েছিলেন। মার্টিন গাপটিল থ্রো করে স্টাম্প ভাঙার চেষ্টা করলে তা লাগে ডাইভ দিয়ে আউট হওয়া থেকে বাঁচতে চাওয়া বেন স্টোকসের ব্যাটে এবং তা পরিণত হয় চারে।

অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ইশারা দিয়ে জানান ৬ রান যোগ হয়েছে ইংল্যান্ডের স্কোরবোর্ডে। সায়মন টাফেলের আপত্তি সেখানেই।

ফক্স স্পোর্টসকে দেওয়া এক বিশ্লেষণে সায়মন টাফেল জানান- অন ফিল্ড আম্পায়াররা এই ওভার থ্রোর ব্যাপারে এমসিসির থাকা নিয়মের ভুল প্রয়োগ করেছেন। এটাকে তিনি দেখছেন ‘বিচার করার ভুল’ হিসাবে।

টাফেল বলেন, ‘ ইংল্যান্ড ঐ ঘটনায় ৫ রান পাবে, ৬ রান নয়। ওটা ছিল পরিষ্কার ভুল, বিচার করতে পারার ভুল।’

মার্টিন গাপটিল যখন থ্রো করেন তখন উইকেটে থাকা দুই ইংলিশ ব্যাটসম্যান দ্বিতীয় রান নিতে দৌড় শুরু করেন কেবল। দুই ব্যাটসম্যান তখনো ক্রস করেননি একে অপরকে। তাই নিয়ম অনুযায়ী, ওভার থ্রোর ৪ ও দুই ব্যাটসম্যানের পূর্ণ করা ১ রান- মোট ৫ রান জমা হবার কথা ইংল্যান্ডের স্কোরবোর্ডে। আর নন স্ট্রাইকে থাকার কথা বেন স্টোকসের। শেষ দুই বলে তাই ইংল্যান্ডের দরকার হতো ৪ রান!

টাফেল অবশ্য অন ফিল্ড আম্পায়ারদের ডিফেন্ডও করেছেন। তাঁর মতে, ঐ সময়ে যে অবস্থাইলো তাঁর আকস্মিকতায় তাদের হয়তো মনে হয়েছিলো যে ব্যাটসম্যানরা থ্রো হবার সময় একে অপরকে ক্রস করেছেন।

এছাড়া তিনি কুমার ধর্মসেনা ও মরিস এরাসমাসকে বলেন ‘বেস্ট অফ দ্যা বেস্ট’।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

‘আল্লাহ’ও আমাদের সাথে ছিলো’

Read Next

‘উইলিয়ামসনকে বলেছি, আজীবন ক্ষমা চেয়ে যাব’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share