‘এভাবে ফল নির্ধারণ মেনে নিতে কষ্ট হয়’

কেন উইলিয়ামসন
Vinkmag ad

পুরো টুর্নামেন্টে অনেকবারই ভাগ্য তাদের পক্ষ নিয়েছে কিন্তু আসল মঞ্চেই ভাগ্যের কাছে হেরে গেল নিউজিল্যান্ড। গতকাল (১৪ জুলাই) লর্ডসে বিশ্বকাপের দ্বাদশ আসরের ফাইনালে ম্যাচ ও সুপার ওভার টাই করেও শিরোপা বঞ্চিত দলের নাম নিউজিল্যান্ড। বিশেষ করে সুপার ওভারে ইংল্যান্ডের সমান সংখ্যক রান করেও বাউন্ডারি হিসাবে পিছিয়ে নিজদের পুড়তে হয়েছে আক্ষেপে, কিউই দলপতি উইলিয়ামসন বলছেন এমন নিয়ম মেনে নেওয়া কষ্টের।

উইলিয়ামসন
ছবিঃ ক্রিকেট৯৭

টুর্নামেন্টজুড়েই কিউই বোলাররা লাগাম টেনে ধরেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। টুর্নামেন্টের আগে ধারণা করা হয়েছিল হবে রান বন্যা, অনেক ম্যাচে হয়েছেও তাই। তবে নিউজিল্যান্ড ১০ ম্যাচে মাঠে নেমে করতে পারেনি কোন ৩০০ বা তার বেশি রানের স্কোর। ব্যাটসম্যানদের গড়ে দেওয়া মাঝারি পুঁজি নিয়েই লড়াই চালিয়ে গেছে নিউজিল্যান্ড, পৌঁছেছে ফাইনালে।

মাত্র ২৪১ রান স্কোরবোর্ডে তুলে প্রায় জিতেই যাচ্ছিল উইলিয়ামসনের দল , ইংল্যান্ডের হয়ে একাই লড়েছেন বেন স্টোকস। তার ৮৪ রানে ভর করেই বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে ইংলিশরা, তবে ভাগ্যও তাকে নায়ক বানাতে ছিল প্রস্তুত। নাহয় শেষ ওভারে ১৫ রান লাগে এমন সময়ই কেন গাপটিলের থ্রো তার ব্যাটে লেগে বাউন্ডারি হবে? ওই থ্রোতে অতিরিক্ত চাররানের সাথে দৌড়ে নেওয়া দুইসহ ৬ রান, ব্যাকফুটে চলে যাওয়া ইংলিশরা করে ফেলে ম্যাচ টাই।

নিশ্চিত হারের দিকে যাওয়া ম্যাচ হল টাই, সুপার ওভারে আগে ব্যাট করে আবার স্টোকস-বাটলার নিলেন ১৫। তাড়া করতে নেমে কিউই ব্যাটসম্যান গাপটিল-নিশামও তুললেন ১৫ রানই। তবুও চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নিয়ম অনুযায়ী সুপার ওভার টাই হলেও তাই হওয়া ইনিংসে দুদলের বাউন্ডারি হিসাব করা হয়, যেখানে ২৪১ রান করার পথে নিউজিল্যান্ড মেরেছে ১৪ চার ও দুই ছক্কা অন্যদিকে ২ ছক্কার সাথে ২২ চারের মারই এগিয়ে দেয় ইংলিশদের। তবে এমন অদ্ভুত নিয়মের বেশ সমালোচনা হয় ম্যাচশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

টানা দুইবার ফাইনাল খেলেও স্বাদ পেলেননা বিশ্বকাপ শিরোপা জয়ের, গতকাল (১৪ জুলাই) আবার হেরেছেন ভাগ্যের কাছে, শিরোপা জয়ী দলের সমান রান করেও শিরোপা জয় থেকে হয়েছে বঞ্চিত। কেন উইলিয়ামসন আক্ষেপ করেছেন বাউন্ডারি নিয়মে এমন ফলাফল নির্ধারণে, ‘তীব্র আবেগ থাকা এমন পরিস্থিতিতে এটা হজম করা খুব কঠিন। দুদলই যেখানে চূড়ান্ত সাফল্যের জন্য খেলে, নিজেদের নিংড়ে দেয়। এসব ক্ষেত্রে এভাবে ফলাফল নির্ধারণ মানতে কষ্ট হয়। তবে নিয়মতো ম্যাচের আগেই করা ছিল।’

ম্যাচে না হেরেও স্বপ্ন ভঙ্গ হওয়া কিউই দলপতি ও টুর্নামেন্ট সেরার পুরষ্কার জেতা কেন উইলিয়ামসন মেনে নিয়েছেন ভাগ্য, কৃতিত্ব দিতে ভুলেননি প্রতিপক্ষকেও, ‘এরকম ফল আসলে কেউ চায়না, এটা নিতে অনেক কষ্ট হয়। যাই হোক অসাধারণ একটি ম্যাচ হয়েছে সবাই উপভোগও করেছে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডকেও অভিনন্দন। এটা বেশ চ্যালেঞ্জিং ছিল।’

৯৭ ডেস্ক

Read Previous

সাকিব ‘টুর্নামেন্ট সেরা’ না হওয়াতে টুইটার জুড়ে আক্ষেপ

Read Next

‘আল্লাহ’ও আমাদের সাথে ছিলো’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share