
ইংল্যান্ড বিশ্বকাপের সমাপ্তি ঘটেছে। পুরস্কার ঘোষণার সময় সঞ্চালনার দায়িত্বে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসাইন বলেন; সাকিব আল হাসান, রোহিত শর্মা ও মিচেল স্টার্ক আসর সেরা খেতাবের বড় দাবিদার। তবে ব্যাট হাতে নৈপুণ্য এবং অসাধারণ নেতৃত্ব গুণের কারণে পুরস্কারটা পাচ্ছেন কেন উইলিয়ামসন। ব্যাট হাতে ৬০৬ রান এবং বল হাতে ১১ উইকেট শিকারের মতো অবিশ্বাস্য পারফরমেন্সের পরও, সাকিব আল হাসান পেলেন না বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। দারুণ অর্জনের পরও সাকিব আল হাসান ‘টুর্নামেন্ট সেরা’ না হওয়াতে টুইটার জুড়ে আক্ষেপ।
সেই পুরস্কারটি জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে ৫৭৮ রান করেছেন তিনি। বলতে গেলে এক হাতে দলকে টেনে নিয়ে গেছেন ফাইনাল পর্যন্ত। তাই নির্বাচকদের দৃষ্টিতেই তিনিই টুর্নামেন্ট সেরা।
ম্যান অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে সাকিব আর উইলিয়ামসন ছাড়াও ছিলেন টুর্নামেন্টের সর্বাধিক রান করা ভারতের রোহিত শর্মা আর অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তবে তারা দুজনই ব্যর্থ হয়েছেন সেমিফাইনালে।
সাকিব আল হাসান ‘টুর্নামেন্ট সেরা’ না হওয়াতে টুইটার জুড়ে আক্ষেপ। সমর্থক, ক্রিকেট লেখক, বিশ্লেষক, সাবেক ক্রিকেটার’রা টুইটারে জানিয়েছেন অনবদ্য অর্জনের জন্য সাকিবই ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
Shakib Al Hasan deserved this player of the tournament award. Six hundred plus runs and 11 wickets. Nobody in history has done it in World Cups.
— Mohammad Isam (@Isam84) July 14, 2019
Sorry Kane Williamson is not the player of the series much as I like him.
It should have been Shakib.
— Arnab Ray (@greatbong) July 14, 2019
Highest batting average in the World Cup:
Shakib Al Hasan 86.60
Kane Williamson 82.60
Rohit Sharma 81.00
David Warner 71.90
Babar Azam 67.70#CWC19— Saj Sadiq (@Saj_PakPassion) July 14, 2019
#CWC19 #TheChampion #Shakib pic.twitter.com/djkr1BonDh
— Zunaid Paiker (@ZunaidPaiker) July 14, 2019
Stupid rules by ICC in every stage of the game.
– There is no credit for being top of the table
– how can you declare winner based on boundaries, it should be no.of wickets
– how can u give MOT to Kane, wat about Shakib and Rohit.
Brainless ICC.
IPL matches are much better.— San (@San95254429) July 14, 2019
Shakib al Hasan is not Man of the Tournament What the Hell is this #ENGvsNZ #CWC19Final
— Imran Khan (@ImranKh93222426) July 14, 2019
Shakib deserves it
— Vijay Deep Singh (@im_VdeepSingh04) July 14, 2019
Why not Shakib Al Hasan! ????
What's wrong with him! ???? pic.twitter.com/4qbQEA3mBx— Sabir (@Sabir360325) July 14, 2019
Shakib Al Hasan, who was the eligible player of Player of the Tournament. How is the Williamson Player of the Tournament in question in the @ICC? pic.twitter.com/8N4ebw93kj
— ASHADUL ISLAM (@ASHADUL823) July 14, 2019
606 runs and 11 wickets. Nobody deserve Player of the Tournament more than Shakib al Hasan. ICC made this as a consolation prize like FIFA. #CWC19
— 90's Lone Wolf (@90s_Lone_Wolf) July 14, 2019
Kane Williamson – Player of the tournament. It definitely would have been a tough choice to select between him, rohit, and shakib but he really deserved that. #EngvNZ #CWCFinal19 #KaneWilliamson
— Karan Sharma (@karansharma_31) July 14, 2019
Personally thought Shakib deserved the man of the tournament
— Raheel ???????? (@Raheel0194) July 14, 2019
Things the #CWC19 got wrong:
– Limiting the tournament to only ten teams.
– Not awarding Shakib Al Hasan the Man of the Series award.
– Giving England the trophy on the basis of "more boundaries scored".— Sahil Bhalla (@IMSahilBhalla) July 14, 2019