সাকিব ‘টুর্নামেন্ট সেরা’ না হওয়াতে টুইটার জুড়ে আক্ষেপ

Vinkmag ad

ইংল্যান্ড বিশ্বকাপের সমাপ্তি ঘটেছে। পুরস্কার ঘোষণার সময় সঞ্চালনার দায়িত্বে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসাইন বলেন; সাকিব আল হাসান, রোহিত শর্মা ও মিচেল স্টার্ক আসর সেরা খেতাবের বড় দাবিদার। তবে ব্যাট হাতে নৈপুণ্য এবং অসাধারণ নেতৃত্ব গুণের কারণে পুরস্কারটা পাচ্ছেন কেন উইলিয়ামসন। ব্যাট হাতে ৬০৬ রান এবং বল হাতে ১১ উইকেট শিকারের মতো অবিশ্বাস্য পারফরমেন্সের পরও, সাকিব আল হাসান পেলেন না বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। দারুণ অর্জনের পরও সাকিব আল হাসান ‘টুর্নামেন্ট সেরা’ না হওয়াতে টুইটার জুড়ে আক্ষেপ।

291781

সেই পুরস্কারটি জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে ৫৭৮ রান করেছেন তিনি। বলতে গেলে এক হাতে দলকে টেনে নিয়ে গেছেন ফাইনাল পর্যন্ত। তাই নির্বাচকদের দৃষ্টিতেই তিনিই টুর্নামেন্ট সেরা।

ম্যান অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে সাকিব আর উইলিয়ামসন ছাড়াও ছিলেন টুর্নামেন্টের সর্বাধিক রান করা ভারতের রোহিত শর্মা আর অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তবে তারা দুজনই ব্যর্থ হয়েছেন সেমিফাইনালে।

292292

সাকিব আল হাসান ‘টুর্নামেন্ট সেরা’ না হওয়াতে টুইটার জুড়ে আক্ষেপ। সমর্থক, ক্রিকেট লেখক, বিশ্লেষক, সাবেক ক্রিকেটার’রা টুইটারে জানিয়েছেন অনবদ্য অর্জনের জন্য সাকিবই ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

 

৯৭ প্রতিবেদক

Read Previous

চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এগিয়ে বাংলাদেশ ‘এ’

Read Next

‘এভাবে ফল নির্ধারণ মেনে নিতে কষ্ট হয়’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share