চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এগিয়ে বাংলাদেশ ‘এ’

featured photo updated 6

চট্টগ্রামের আকাশে রোদের দেখা নেই গত ৭ দিনের বেশি সময়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’ দলের যে কয় ওভার খেলা হয়েছে তা অনেক বেশিই বলতে হয়। তিন দিনে বল গড়িয়েছে ৪১ ওভার, দুই উইকেটে ১১২ রান সংগ্রহ বাংলাদেশ ‘এ’ দলের।

ctg

প্রথম দিন অধিনায়ক ইমরুল কায়েসের উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৮ রান। দ্বিতীয় দিন বৃষ্টি বাঁধায় মাঠে গড়ায়নি এক বলও। আজ (১৪ জুলাই) তৃতীয় দিনে ৩৪.২ ওভার খেলা হয়েছে, যেখানে এগিয়ে বাংলাদেশই। ১০ রানে অপরাজিত থাকা ওপেনার মোহাম্মদ নাইম তুলে নিয়েছেন ফিফটি, তৃতীয় উইকেট জুটিতে রকিবুল হাসানকে নিয়ে যোগ করেন ৯৫ রান। কায়েস আহমেদের বলে আউট হওয়ার আগে করেন ৬৫ রান, বাকী সময় অবশ্য অনায়াসেই কাটিয়েছে রকিবুল হাসান(৩৮) ও নতুন ব্যাটসম্যান ফজলে রাব্বি(৩)।

এর আগে ৭.৪ ওভার মাঠে গড়ানো প্রথম দিনে বাংলাদেশ দলপতি ইমরুল কায়েসকে শুরুতেই ফেরায় আফগানিস্তান। মোহাম্মদ নাইমের সাথে ইনিংসের গোড়াপত্তনে নেমে অধিনায়ক ইমরুল ফেরেন মাত্র দুই রান করে। ১৩ বল ক্রিজে থেকে ইয়েমেন আহমেদজাইয়ের বলে উইকেট কিপার আফসার জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩.৪ ওভারে। এরপর বাকী সময় অবশ্য ক্রিজে থাকা রকিবুল হাসান(১০) ও মোহাম্মদ নাইম(৬) আর কোন বিপদ ঘটতে দেননি।

প্রসঙ্গত দুটি চারদিনের ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানরা। খুলনায় প্রথম চারদিনের ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ ‘এ’। দলের হয়ে একমাত্র লড়াইটা করেছিলেন এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে চেষ্টা করেছেন দলের হাল ধরার, তবে বাকীদের ব্যর্থতায় বড় হারই সঙ্গী হয় বাংলাদেশ ‘এ’ দলের।

সিরিজে দুটি চারদিনের আন অফিসিয়াল ম্যাচ ছাড়াও ৫ টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। চলতি চার দিনের ম্যাচটি শেষ হলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৯,২১ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ। বাকী দুটি ম্যাচ সাভারের বিকেএসপিতে ২৭ ও ২৯ জুলাই অনুষ্ঠিত হবে।

৯৭ ডেস্ক

Read Previous

নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্কের ইতি ঘটলো ক্যালিস, ক্যাটিসের

Read Next

সাকিব ‘টুর্নামেন্ট সেরা’ না হওয়াতে টুইটার জুড়ে আক্ষেপ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share