

গত ৫ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান! প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে লর্ডসে পাঁচ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। আর তাতেই লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখে দিলেন ‘দ্য ফিজ’। আজ অফিসিয়ালি লর্ডসের অনার্স বোর্ডে মুস্তাফিজের নাম লিখলো লর্ডসের কর্মকর্তারা।
দেখুন ভিডিওঃ
Mitch Starc, @ImamUlHaq12, @Mustafiz90 & @iShaheenAfridi saw their names added to the ODI Honours Boards this week!
Who will make it on there today? ????#LoveLords#CWC19Final pic.twitter.com/FJx9lrtprT
— Lord’s Cricket Ground ???? (@HomeOfCricket) July 14, 2019
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্যাচের অসাধারণ পারফরম্যান্সকে স্বীকৃতি দিয়ে আসছিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এর আগে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বাংলাদেশের দুই খেলোয়াড় লর্ডসের অনার্স বোর্ডে জায়গা করে নেন। ২০০৯ সালে লর্ডস টেস্টে ৯৮ রান দিয়ে ৫ উইকেট নেয়ায় বাংলাদেশি পেসার শাহাদাত হোসেনের নাম অনার্স বোর্ডে স্থান করে নেয়। পরের বছর লর্ডস টেস্টে তামিম ইকবাল ১০৩ রানের দারুণ ইনিংস খেলে অনার্স বোর্ডে নাম ওঠান। এবার সেই তালিকায় জায়গা পেলেন মুস্তাফিজুর রহমান।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেই শততম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন দ্য ফিজ। তার ১০০তম শিকার হারিস সোহেল। ১০০ উইকেটের মাইফলকে পৌঁছে যাওয়া বাংলাদেশের ৬ষ্ঠ বোলার মুস্তাফিজ। তবে বাংলাদেশের হয়ে দ্রুততম একশ উইকেটের মাইলফলকে পৌঁছার কীর্তি মুস্তাফিজের। এতদিন ৬৯ ম্যাচে ১০০ উইকেট নিয়ে এই রেকর্ড দখলে রেখেছিলেন আব্দুর রাজ্জাক।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার কে, এমন প্রশ্নে সহজেই নাম আসবে সাকিব আল হাসানের। কারণ ৮ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান ও বল ১১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।
তারপরও যদি প্রশ্ন করা হয়, দ্বিতীয় পারফরমার কে, তখন নাম আসবে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। কারণ বল হাতে ৮ ইনিংসে ২০ উইকেট নিয়েছেন তিনি। শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নামও তুলেছেন। বিশ্বকাপে টানা দুই ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন দ্য ফিজ।
বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান-
ম্যাচ ৮, উইকেট ২০, গড় ২৪.২০, ইকোনমি ৬.৭০, স্ট্রাইক রেট ২১.৬, সেরা বোলিং ফিগার ৫/৫৯, পাঁচ উইকেট ২বার