

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এমসিসি ক্রিকেট কমিটিতে সাকিব আল হাসান-খবরটা পুরনো। নতুন খবর হলো, এমসিসির সদস্য হয়ে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দেখতে লর্ডসের বিখ্যাত প্যাভিলিয়নে উপস্থিত থাকবেন সাকিব আল হাসান। লর্ডসের বিখ্যাত প্যাভিলিয়নে সাকিবসহ এমসিসির বাকি সদস্যরাও উপস্থিত থাকবেন।
ক্রিকেট বিশ্বে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আলাদা একটা সম্মান (ক্রিকেট খেলার আইন প্রণয়ন, আইসিসির পরামর্শক হিসেবে) আছে। লর্ডসের বিখ্যাত প্যাভিলিয়ন ব্যালকনির ঠিক পাশেই, অর্থাৎ ব্যালকনি থেকে বের হয়ে যে পথ দিয়ে ক্রিকেটারেরা মাঠে ঢোকেন, সেটির পাশেই লর্ডসের প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়নে সাধারণ দর্শকদের প্রবেশাধিকার নেই। কেবল এমসিসির সদস্যরাই এখানে বসে ম্যাচ দেখার সুযোগ পান। লর্ডসে ম্যাচ হলে প্যাভিলিয়নে সব সময়ই সরব উপস্থিতি থাকে এমসিসির সদস্যদের।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল দিয়ে আজ ঘণ্টা বাজবে বিশ্বকাপের। এই ঐতিহাস ম্যাচে লর্ডসের বিখ্যাত প্যাভিলিয়ন আজ মুখরিত হয়ে উঠবে বিখ্যাত ক্রিকেটারদের পদচারনায়।
বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়ে এমসিসির ১৫ সদস্যের প্যানেলে আছেন মাইক গ্যাটিং, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা (বর্তমান প্রেসিডেন্ট), ইয়ান বিশপ, রডনি মার্শ, ব্রেন্ডন ম্যাককালাম, শেন ওয়ার্ন ও সৌরভ গাঙ্গুলির মতো সাবেক আন্তর্জাতিক তারকারা।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০১৭ সালের অক্টোবরে ক্রিকেটের নীতি নির্ধারনী মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)’র সম্মানজনক ক্রিকেট কমিটিতে জায়গা পান সাকিব।
বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেছে লিগ পর্বেই। দলের হয়ে অবিশ্বাস্য ধারাবাহিক ছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এখনও এগিয়ে আছেন সাকিব আল হাসান। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ৫ ফিফটিতে সাকিবের রান ৬০৬। বাঁ-হাতি স্পিনে নিয়েছেন ১১ উইকেট।
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ফাইনাল দিয়ে পর্দা নামছে বিশ্বকাপ দ্বাদশ আসরের। এবারের টুর্নামেন্টের ৪৮তম এবং শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। উভয় দলের কেউই এর আগে কখনও শিরোপা জয়ের স্বাদ পায়নি। ২৩ বছর পর নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট দুনিয়া।