

ইংল্যান্ড বিশ্বকাপের সমাপ্তি ঘটার আগেই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। এবার ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ খেলতে এই প্রথম জুনিয়র টাইগাররা যাচ্ছেন ইংল্যান্ডে। আকবার আলীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সোমবার (১৫ জুলাই) দেশ ছাড়বে।
টুর্নামেন্টে তিন দল (বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড) পরস্পরের বিপক্ষে চারটি করে ম্যাচ খেলবে। সেরা দুই দল ১১ অগাস্ট খেলবে ফাইনাল। অর্থাৎ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রায় এক মাসের সফরে ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে খেলার সুযোগ পাচ্ছে ৮টি ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবার আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।
ইসিবি পারফরম্যান্স সেন্টার লাফবরোতে ১৮ জুলাই ইয়ং লায়নের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচ ২২ জুলাই, ইংল্যান্ডের বিপক্ষে।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ:
তারিখ | বাংলাদেশ সময় | প্রতিপক্ষ | ভেন্যু |
২২ জুলাই, সোমবার | বিকাল ৪টা | ইংল্যান্ড | নিউ রোড, ওরচেস্টার |
২৪ জুলাই, বুধবার | বিকাল ৪টা | ভারত | নিউ রোড, ওরচেস্টার |
২৭ জুলাই, শনিবার | বিকাল ৪টা | ভারত | গ্লুস্টারশায়ার |
২৮ জুলাই, রোববার | বিকাল ৪টা | ইংল্যান্ড | গ্লুস্টারশায়ার |
৩০ জুলাই, মঙ্গলবার | বিকাল ৪টা | ভারত | এসেক্স |
০১ অগাস্ট, বৃহস্পতিবার | বিকাল ৪টা | ইংল্যান্ড | এসেক্স |
০৫ অগাস্ট, সোমবার | বিকাল ৪টা | ইংল্যান্ড | লন্ডন |
০৭ অগাস্ট, বুধবার | বিকাল ৪টা | ভারত | লন্ডন |
১১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে সাসেক্সের হোভ গ্রাউন্ডে।