ভারতীয় সমর্থকদের টিকিট বিক্রি করতে বললেন নিশাম

NESHEM
Vinkmag ad

লর্ডসে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত; দলের প্রতি এমন বিশ্বাস থেকে ফাইনাল ম্যাচের প্রায় অধিকাংশ টিকিট নিজেদের দখলে নিয়ে নেন সমর্থকরা। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় ভিরাট কোহলিদের। আর ফাইনালে কিউইদের বিপক্ষে জায়গা করে নেয় স্বাগতিক ইংল্যান্ড। তাই ফাইনাল ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের কাছে থাকা টিকিটগুলো বিক্রি করে দেওয়ার আবেদন জানালেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশাম।

ফাইনালের সব টিকিট আগেভাগেই কেটে নিয়েছিলেন ভারতীয় সমর্থকরা ৷ কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলিরা সেমিফাইনালে হেরে যাওয়ায় সমস্যায় পড়েছেন ভারতীয় সমর্থকরা৷ ভারতীয় সমর্থকদের তাই অনুরোধ করেছেন, ম্যাচ না দেখলে অন্তত টিকিটগুলো যেন আইসিসিকে ফেরত দিয়ে দেন তাঁরা।

b626e62626261c9e 3b3337 180j

আগামীকাল ১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসে ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

কিউই তারকা জিমি নিশাম টুইটারে ভারতীয় সমর্থকদের আহ্বান করেছেন, তাঁরা যদি ম্যাচ দেখতে না আসেন, তাহলে যেন টিকিটগুলো আইসিসির কাছে ফেরত দিয়ে দেন,

‘প্রিয় ভারতীয় সমর্থকবৃন্দ, আপনারা যদি ফাইনাল ম্যাচ মাঠে এসে দেখতে না চান, তাহলে অনুগ্রহ করে অফিশিয়াল প্ল্যাটফর্মে টিকিটগুলো আবার বিক্রি করে দিন। আমি জানি অতিরিক্ত লাভ করতে অনেক ভালো লাগে, কিন্তু অন্তত এক দিন লাভের কথা চিন্তা না করে ক্রিকেট ভক্তদের ফাইনাল ম্যাচটা দেখার সুযোগ করে দিন!’

290437.4

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল দেখতে অধিকাংশ ভারতীয় ক্রিকেটপ্রেমীরই ইচ্ছেটা কম ৷ কিন্তু এত দাম দিয়ে ফাইনালের টিকিট কেটে খেলা না দেখলেও আবার নয় ৷ ভারতীয়রা আগেভাগেই ফাইনালের অধিকাংশ টিকিট কেটে নেওয়ায় এখন সমস্যায় পড়েছেন ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সমর্থকরাও ৷ কারণ তাঁরা ফাইনালের টিকিট পাচ্ছেন না ৷

৯৭ প্রতিবেদক

Read Previous

চাকরি হারাচ্ছেন ভারতীয় সহকারী কোচ-ম্যানেজার

Read Next

উপমহাদেশের কেউই আসছেননা টাইগারদের কোচ হয়ে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share