ফাইনালে পাকিস্তানের কাছে পরাজিত বাংলাদেশের সংসদ সদস্যরা

bd
Vinkmag ad

ইংল্যান্ডে ইন্টার-পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের সংসদ সদস্যরা পাকিস্তানের কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে। কেন্ট গ্রাউন্ডের ফাইনাল ম্যাচে  প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল পায় ১০৪ রানের লড়াকু সংগ্রহ। পাকিস্তানের সাংসদরা ১২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।

1562858590

কেন্ট এর কাউন্টি গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় নিয়মিত বিরতীতে উইকেট হারায় বাংলাদেশ সাংসদীয় দল। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

১০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেশ দেখে-শুনেই ইনিংস আগায় পাকিস্তানি সংসদ সদস্যরা। প্রথম ৭ ওভারে ১ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৪১ রান। ইনিংসের ১০তম ওভারে ব্যাটসম্যানরা নেয় ২০ রান। পরে আর কোন উইকেট না হারিয়ে সহজেই তারা লক্ষ্যে পৌঁছে যায়। ৮ ওভার হাতে রেখে ৮ উইকেটের জয়।

এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দলকে ৩৮ রানে হারিয়ে ফাইনালে আসে বাংলাদেশ।

D NdXo9VAAA wPT

স্বাগতিক ইংল্যান্ডসহ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল মোট আটটি দেশ; বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন নাঈমুর রহমান দুর্জয়। এ ছাড়া এ দলে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

অন্য সংসদ সদস্যদের মধ্যে আছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (যুব ও ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি), নুরুন্নবী চৌধুরী শাওন, নাহিম রাজ্জাক, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ তন্ময়, জুয়েল আরেং, আনোয়ারুল আবেদীন খান তুহিন, আহসান আদিলুর রহমান আদিল, ছোট মনির, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম শিমুল, ফাহিম গোলন্দাজ বাবেল, মোহাম্মদ আয়েনউদ্দিন, শামীম হায়দার পাটোয়ারি, আনোয়ারুল আজীম আনার।

D Qa WQUYAcv0ED

আন্তসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের সংসদ সদস্যরা ১৪ জুলাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বসে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করারও সুযোগ পাবেন।

৯৭ প্রতিবেদক

Read Previous

প্রথম দিনে বৃষ্টির বাগড়া, ব্যর্থ ইমরুল

Read Next

মাঠকর্মী থেকে বিশ্বকাপ জয়ী কোচ?

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share