প্রথম দিনে বৃষ্টির বাগড়া, ব্যর্থ ইমরুল

Vinkmag ad

জাতীয় দল থেকে নির্বাসিত, টিম কম্বিনেশনে মেলেনা সুযোগ। সবশেষ ঢাকালীগে ব্যাটে রান পেলেও চলতি আফগানিস্তান ‘এ’ সিরিজে সময়টা খারাপ যাচ্ছে ওপেনার ইমরুল কায়েসের। খুলনায় ৭ উইকেটে হারা প্রথম চারদিনের ম্যাচে রান করেছেন মোটে ৩৪, আজ চট্টগ্রামে দ্বিতীয় চারদিনের ম্যাচেও বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে ফিরেছে মাত্র দুই রান করে। সারাদিনে খেলা হয়েছে মাত্র ৭.৪ ওভার, তাতেই ইমরুলের উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১৮ রান।

66373329 2047136505595424 8375398050692071424 n
টসের আগে বাংলাদেশ এ ও আফগানিস্তান এ দলের অধিনায়ক

টানা বৃষ্টিতে চট্টগ্রামে সূর্যের আলো মেলেনি গত এক সপ্তাহ। আজ (১২ জুলাই) সকালে বৃষ্টি ও আগের পানি নিষ্কাশনে দেরীতে খেলা শুরু হয় দুপুর ২ঃ৪৫ মিনিটে। টস জিতে ফিল্ডিং নেয় আফগানিস্তান, তবে মাত্র ৭.৪ ওভার খেলা মাঠে গড়াতেই আবার হানা দেয় বৃষ্টি। এরপর আর মাঠেই নামতে পারেনি দুই দল, দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়ার শরিফোদ্দলা ও তানভীর আহমেদ।

৭.৪ ওভার মাঠে গড়ানো দিনে বাংলাদেশ দলপতি ইমরুল কায়েসকে ফেরানোই আফগানিস্তানের দিনের অর্জন। মোহাম্মদ নাইমের সাথে ইনিংসের গোড়াপত্তনে নেমে অধিনায়ক ইমরুল ফেরেন মাত্র দুই রান করে। ১৩ বল ক্রিজে থেকে ইয়ামিন আহমেদজাইয়ের বলে উইকেট কিপার আফসার জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩.৪ ওভারে। এরপর বাকী সময় অবশ্য ক্রিজে থাকা রকিবুল হাসান (১০) ও মোহাম্মদ নাইম (৬) আর কোন বিপদ ঘটতে দেননি।

প্রসঙ্গত দুটি চারদিনের ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানরা। খুলনায় প্রথম চারদিনের ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ ‘এ’। দলের হয়ে একমাত্র লড়াইটা করেছিলেন এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে চেষ্টা করেছেন দলের হাল ধরার, তবে বাকীদের ব্যর্থতায় বড় হারই সঙ্গী হয় বাংলাদেশ ‘এ’ দলের।

সিরিজে দুটি চারদিনের আন অফিসিয়াল ম্যাচ ছাড়াও ৫ টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। চলতি চার দিনের ম্যাচটি শেষ হলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৯, ২১ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ। বাকী দুটি ম্যাচ সাভারের বিকেএসপিতে ২৭ ও ২৯ জুলাই অনুষ্ঠিত হবে।

৯৭ ডেস্ক

Read Previous

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সংসদ সদস্যরা

Read Next

ফাইনালে পাকিস্তানের কাছে পরাজিত বাংলাদেশের সংসদ সদস্যরা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share