টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও দেশে ফিরতে পারছেনা ভারতীয় দল

Vinkmag ad

ভারতের বিশ্বকাপ মিশন শেষ ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরে। শত কোটি ভারতীয়র স্বপ্ন ভঙ্গের পর এখনই অবশ্য দেশে ফিরতে পারছেননা ভিরাট কোহলি এন্ড কোং! টিকিট বিড়ম্বনায় দেশের বিমানে চড়বেন বিশ্বকাপ ফাইনালের পরই। এদিকে দল ফাইনাল খেলবে নিশ্চিত ধরে যেসব দর্শক ইংল্যান্ডে একমাসের নিবাস গড়েছেন তারাও পড়েছেন বিপাকে, আইসিসি বলছে ভারতীয়রা চাইলে ফাইনালের টিকিট করতে পারে বিক্রি।

292048
১ম সেমিফাইনালের এক দৃশ্য

টুর্নামেন্টের হট ফেভারিট দল হিসেবেই বিশ্বকাপ শুরু, গ্রুপ পর্ব শেষে গায়ে লাগা তকমার রেখেছেন মান। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সেমিফাইনালে মোকাবেলা করে নিউজিল্যান্ডকে। রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচটি অপ্রত্যাশিতভাবে হেরে বসে কোহলির দল। অথচ ভারতকে ফাইনালে হিসেব করেই সব আয়োজন সেরেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা। সেমিতেই শিরোপা স্বপ্ন থমকে গেলেও এখনই বাড়ি ফিরতে পারছেনা রোহিত-বুমরাহরা, আটকা পড়েছেন টিম ম্যানেজমেন্ট, সাপোর্টিং স্টাফ, কোচরাও।

মূলত টিকিট সংকটের কারণেই পুরো দলকে থাকতে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত। বোর্ডের সূত্র নিশ্চিত করেছে আগামী ১৪ জুলাইয়ের পর থেকেই বাড়ি ফেরা শুরু করবে ভারতীয় দল। বার্তা সংস্থা আইএনএস কে দেওয়া বক্তব্যে ভারতীয় এক বোর্ডকর্তা বলেন,’ বেশিরভাগ ক্রিকেটারই ১৪ তারিখ পর্যন্ত মানচেস্টারে অবস্থান করবেন এবং এরপর থেকে আস্তে আস্তে দেশে ফিরতে শুরু করবেন। আমাদের বিশ্বকাপ মিশন সমাপ্ত হওয়ায় গতকাল (১১ জুলাই) থেকে টিকিট বুকিং শুরু হয়েছে।’

292075
সংগ্রহীত ছবি

ভারতীয়দের বিশ্বকাপে এমন বাদ পড়ায় হতাশ শত কোটি ভারতীয় সমর্থক। তবে হতাশার সাথে ক্ষতিগ্রস্থ হচ্ছেন যেসব ভারতীয় সমর্থক ইতোমধ্যে দলকে ফাইনালে বসিয়ে কেটে রেখেছেন ফাইনালের টিকিট। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে প্রিয়দলের ফাইনাল উপভোগ করতে হাজার হাজার ভারতীয় পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। দল ফাইনালে না পৌঁছানোয় ভারতীয়রা কি এখন ফাইনালে মাঠে যাবেন উঠছে এমন প্রশ্নও। এদিকে ঘরের মাঠে দলের ফাইনাল ম্যাচ দেখতে টিকিটের জন্য হাহাকার চলছে ইংলিশদের মাঝে।

এমন পরিস্থিতিতে ভারতীয়রা চাইলে টিকিট পুনঃবিক্রয়ের প্রক্রিয়ায় যেতে রাজি আইসিসি। ইতোমধ্যে সে প্রক্রিয়াও চালু করেছে আইসিসি তবে খুব একটা সাড়া দিচ্ছেননা ভারতীয়রা। আবেদনের তুলনায় খুব সংখ্যক টিকিটই পুনঃবিক্রি হচ্ছে। এ থেকে স্পষ্ট যে দলই ফাইনাল খেলুক, মাঠে বসে তা উপভোগ করতে আগ্রহী অগ্রিম টিকিট কেটে রাখা দর্শকরা। সংবাদ মাধ্যম পিটিআইকে আইসিসির মুখপাত্র জানান,’ টিকিট পুনঃবিক্রয় প্ল্যাটফর্ম বেশ ব্যস্ত যেখানে প্রচুর লোক টিকিট চাইছে কিন্তু বিক্রি হচ্ছে খুব সীমিত। এ থেকে বোঝা যাচ্ছে ফাইনাল উন্মাদনা একটুও কমেনি। তবে আমরা পথ খোলা রেখেছি কেউ চাইলেই বিক্রি করতে পারবেন।’

৯৭ ডেস্ক

Read Previous

তিন ফরম্যাটেই আফগানিস্তানের নতুন অধিনায়ক রাশিদ খান

Read Next

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সংসদ সদস্যরা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share