

গুলবেদিন নাইবকে বাদ দিয়ে আফগানিস্তানের সব ফরম্যাটের নতুন অধিনায়ক রাশিদ খান। এবারের বিশ্বকাপ আসরে বাজে পারফরম্যান্সের কারণে গুলবেদিন নাইবকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে লেগ স্পিনার রাশিদ খানকে দায়িত্ব দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় অভিযানটা ভুলে যেতেই চাইবে আফগানিস্তান! লিগভিত্তিক আসরে নয় ম্যাচের সবকটিতেই জিততে ব্যর্থ হলো তারা। সান্ত্বনাটুকুও পেল না আফগানিস্তান। দল দেশে ফেরার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ মিশনে দায়িত্ব পাওয়া আফগানিস্তান অধিনায়ক গুলবেদিন নাইবকে সরিয়ে দিলো বোর্ড।
রাশিদ খানকে তিন ফরম্যাটের অধিনায়ক করলো আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। আসগর আফগানকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
অধিনায়ক হিসেবে রাশিদ খানের প্রথম সফর হবে সেপ্টেম্বরের বাংলাদেশ সফর।
এর আগে আসগর আফগানকে সরিয়ে বিশ্বকাপের নেতৃত্ব দেয়া হয় গুলবাদিন নাইবকে। তার অধীনে বিশ্বকাপে একটি ম্যাচও জেতেনি আফগানিস্তান। পরাজয়ের রেকর্ড গড়ে বিশ্বকাপ শেষ করেছে।
এক বিশ্বকাপে সবচেয়ে বেশি হারের রেকর্ড এতদিন ছিল জিম্বাবুয়ের। ১৯৯২ সালের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে প্রথম ৭টিতেই হেরেছিল তারা। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয় নিয়ে লজ্জার বিশ্বকাপ মিশন শেষ করে জিম্বাবুইয়ানরা। এবার ৯ ম্যাচ হেরে সেই রেকড পাকাপোক্ত করল আফগানরা।